রবিচন্দ্রন অশ্বিনকে ১০ কোটি টাকা দিয়ে শুধু শুধু বেঞ্চে বসিয়ে রাখার মানে কি? IPL 2025-এ চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার পরে CSK টিম ম্যানেজমেন্টের দিকে সমালোচনার আঙুল তুললেন হরভজন সিং। এর পাশপাশি তিনি এমন একটি ইঙ্গিত দিয়েছেন যা নিয়ে বিতর্ক বাড়তে পারে। হরভজন সিংয়ের মতে অশ্বিনের সঙ্গে হয়তো CSK দলের কারোর সঙ্গে ঝামেলা হয়েছেসেই কারণেই হয়তো তিনি দলে জায়গা পাচ্ছেন না। ভাজ্জির এই মন্তব্য ঘিরেই নতুন বিতর্ক জন্ম নিয়েছে।
চেন্নাই সুপার কিংসের জন্য আইপিএল ২০২৫ মরশুমটি অত্যন্ত হতাশাজনকভাবে কাটছে। ১০ ম্যাচে মাত্র ২টি জয় ও ৮টি পরাজয়ের ফলে পাঁচবারের চ্যাম্পিয়নরা প্লে-অফ রেস থেকে সবার আগে ছিটকে গেছে এবং এবারের আসরে প্রথম দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই থেকে বাদ পড়েছে তারা।
চেন্নাইয়ের এই আগেভাগেই বিদায় নিয়ে নানা প্রশ্ন উঠেছে, যার বেশিরভাগই ঘুরে ফিরে যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে। যাকে আইপিএল ২০২৫ মেগা নিলামে চেন্নাই সুপার কিংস কিনেছিল ৯.৭৫ কোটি টাকায়। এই মরশুমে অশ্বিন সাতটি ম্যাচ খেলেছেন এবং মাত্র পাঁচটি উইকেট নিতে পেরেছেন।
আরও পড়ুন … ইতিহাস গড়লেন ব্রুনো! UEFA Europa League Semi-তে ৩-০ জিতল ম্যান ইউ! টটেনহ্যাম ৩-১-এ
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং, যিনি একসময় সিএসকের হয়েও খেলেছেন, তিনি এবার চেন্নাই সুপার কিংস দলের ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন। অশ্বিনের অভিজ্ঞতা যথাযথভাবে কাজে না লাগানোর জন্যও CSK-কে টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছেন। বিশেষ করে গত বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে, যেখানে চেন্নাই সুপার কিংস চার উইকেটে হেরেছিল।
আরও পড়ুন … যার স্ট্রাইক রেট ৬৪.৩১ সে কী করে… ভাইয়ের অপমানের বদলা নিলেন বিরাটের দাদা বিকাশ! মঞ্জরেকরের সমালোচনায় কোহলি
হরভজন জিওহটস্টারে বলেন, ‘চেন্নাই কন্ডিশনের ওপর ভিত্তি করে দল নির্বাচন করেনি। যদি নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একসঙ্গে খেলত পঞ্জাব কিংসের বিরুদ্ধে, তাহলে ম্যাচটা জিততে পারতো সিএসকে। আপনি অশ্বিনকে ১০ কোটি টাকা দিয়ে শুধু বেঞ্চে বসিয়ে রাখার জন্য তো নেননি। আমি জানি না কেন তাকে খেলানো হয়নি, তবে মনে হচ্ছে কারোর সঙ্গে হয়তো তার ঝামেলা হয়েছে।’
আরও পড়ুন … আইনি প্যাঁচে ফেঁসেছে IPL 2025-এর রোবট কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল মামলা
হভজন সিং আরও বলেন, অশ্বিনই একমাত্র পারফর্ম না করা খেলোয়াড় নন, তবে বাকিরা খারাপ খেললেও তারা এখনও একাদশে রয়েছেন। হরভজন সিং বলেন, ‘সে একমাত্র খেলোয়াড় নয় যে ভালো পারফর্ম করেনি। আরও অনেকে আছেন যারা পারফর্ম করেনি, তবুও তারা খেলছে, কিন্তু অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে। পাঞ্জাবের বিপক্ষে তাকে খেলানো উচিত ছিল, কারণ বল টার্ন করছিল।’
চেন্নাই সুপার কিংস তাদের পরবর্তী ম্যাচে শনিবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। এখন দেখার এই বিতর্ক আরও কত দূরে এগিয়ে যায়।