চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর প্রথম সেমিফাইনালটি দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখেমুখি হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র মহারণের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলের মধ্যে ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো, যা আরও তীব্র হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পরে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় এবং সাম্প্রতিক বর্ডার-গাভাসকর ট্রফির পরে অনেকেই এই হলুদ জার্সিকে ভয় পাচ্ছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় সমর্থকদের অনুভূতির প্রতিফলন ঘটান, যেখানে তিনি আইসিসি নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
আরও পড়ুন … CT 2025: পরিস্থিতি যাই হোক, তুমি পাঁচ নম্বরেই নামবে… অক্ষরকে কেন এমন বললেন রোহিত?
আজ তক-কে দেওয়া সাক্ষাৎকারে সুরেশ রায়না বলেন, ‘থাপ্পড় থেকে ভয় পাই না, কিন্তু যখন আইসিসি ট্রফি খেলতে হয় তখন ‘ইয়েলো’ (অস্ট্রেলিয়া) থেকে ভয় পাই। তবে আমি মনে করি আমাদের দল শক্তিশালী—দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা আছে। তবে আমাদের তুরুপের তাস হবেন কুলদীপ যাদব। বড় খেলোয়াড় হবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা এবং ‘আইয়ার সাহেব’ (শ্রেয়স আইয়ার) দারুণ ব্যাটিং করছেন।’
আরও পড়ুন … CT 2025: বরুণকে কেন শেষ মুহূর্তে টিমে নেওয়া হল? বড় রহস্য ফাঁল করলেন রোহিত
উল্লেখযোগ্যভাবে, ট্র্যাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ফর্মে থাকা ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল। একইভাবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দৌড় থেকেও ভারতকে ছিটকে দেয় অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডও এই ম্যাচকেই নিজের সেরা ম্য়াচ বলেছেন।
এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। দেখে নিন অস্ট্রেলিয়া (প্লেয়িং একাদশ): কুপার কনলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস ল্যাবুশান, জোশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, ন্যাথন এলিস, অ্যাডাম জাম্পা, তনভীর সঙ্গা।
আরও পড়ুন … CT 2025: কেউ ট্র্যাভিসকে আউট করে দাও… IND vs AUS ম্যাচের আগে রোহিতকে সতর্ক করলেন মঞ্জরেকর
ভারতীয় দলের একাদশ কেমন হবে রায়না মনে করেন, চক্রবর্তী এত ভালো পারফরম্যান্স করায় দলে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। সেটাই করেছেন রোহিত শর্মা।