এক হিমাংশু সাঙ্গওয়ান আউট করেছেন বিরাট কোহলিকে। অপর হিমাংশু সাঙ্গওয়ানের উপরে ঝাল মেটালেন নিজেদের বিরাটের ফ্যান বলে দাবি করা নেটিজেনদের একাংশ। ওই ব্যক্তিকে গালিগালাজ করতে থাকেন কেউ-কেউ। শুধু তাই নয়, স্রেফ পদবি এক হওয়ার জন্য নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন ক্রিকেটার প্রদীপ সাঙ্গওয়ানও। যিনি আদতে দিল্লিরই ছেলে। বিরাট আউট হওয়ার পরে তাঁকেও গালিগালাজ করা হয়েছে। পরিস্থিতি এমন হয় যে হিমাংশু বলতে বাধ্য হন, ‘ভাই, আমি ওই ক্রিকেটের হিমাংশু সাঙ্গওয়ান নই।’
বিরাটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন হিমাংশুর
তাতেও অবশ্য রেহাই মেলেনি। চলতে থাকে আক্রমণ। যে ধারাটা শুরু হয় রঞ্জি ট্রফিতে বিরাট মাত্র ছয় রানে আউট হয়ে যাওয়ার পর থেকে। রেলওয়েজের বোলার হিমাংশুর বিরুদ্ধে একটি আগ্রাসী শটে চার মারার পরেই আউট হয়ে যান বিরাট। বলটা ভালো ছিল। কিন্তু বিরাটের মতো ব্যাটারের আউট হওয়ার বল ছিল না। সম্ভবত আগের বলটায় ওরকম আগ্রাসী শট মেরে কিছুটা বাড়তি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন বিরাট।
আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হয়ে বলের লাইন পুরোপুরি মিস করেন বিরাট। বলটা আছড়ে পড়ে স্টাম্পকে শূন্যে ভাসিয়ে দেয়। পাক খেতে থাকে স্টাম্প। তারপরই আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন রেলওয়েজের পেসার। বিরাট অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি হতাশ হয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান।
বিরাটকে আউট করে এত আগ্রাসন কেন? রোষের মুখে অন্য হিমাংশু
তবে চটে যান নিজেদের বিরাটের বলে দাবি করা কেউ-কেউ। সোশ্যাল মিডিয়ায় ‘হিমাংশু সাঙ্গওয়ান’ নামে একজনকে আক্রমণ শানাতে থাকেন নেটিজেনদের একাংশ। যাঁরা নিজেদের বিরাটের ফ্যান বলে দাবি করেন। যাঁর ক্রিকেটের সেরকম কোনও যোগ নেই। কিন্তু সেইসবের তোয়াক্কা না করেই তাঁকে আক্রমণ শানাতে হতে থাকেন। চলতে থাকে গালিগালাজ। কেউ-কেউ প্রশ্ন করতে থাকেন যে বিরাটকে আউট করে এত আগ্রাসন কেন? ফল ভুগতে হবে।
‘ভাই আমি ওই হিমাংশু সাঙ্গওয়ান নই'
এমনই পরিস্থিতি তৈরি হয় যে ইনস্টাগ্রামে ওই ব্যক্তি বলতে হয় যে তিনি ‘ক্রিকেটের হিমাংশু সাঙ্গওয়ান’ নন। একটি ভিডিয়োবার্তায় ওই ‘হিমাংশু সাঙ্গওয়ান’ বলেন, ‘সকাল থেকেই বিরাট কোহলির ফ্যানরা আমায় ট্রোল করছেন। উলটো-পালটা মেসেজ করছেন।’ তারপর আবার একটি স্টোরিতে বলেন, ‘হ্যালো বিরাট ফ্যানরা, আজ বিকেল পাঁচটায় লাইভে আসুন। একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’ তিনি ‘রং কানেকশন’-র ব্যাপারটা বোঝালেও তেমন কিছু লাভ হয়নি। চলতে থাকে আক্রমণ।
সাঙ্গওয়ান পদবির KKR প্রাক্তনীকেও আক্রমণ
তবে শুধু তিনি নন, নিজেদের বিরাট ফ্যান হিসেবে দাবি করা নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েন কেকেআরের প্রাক্তন পেসার প্রদীপ সাঙ্গওয়ান। যিনি একটা সময় বিরাটের রাজ্য দল দিল্লির হয়ে রঞ্জি খেলতেন। তবে শেষ রঞ্জি খেলেছিলেন সেই ২০২২ সালে। কিন্তু সাঙ্গওয়ান পদবির কারণে তাঁকেও গালিগালাজ করতে থাকেন অনেকে।