টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় দল। এই বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়া আবারও ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন। যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নামে টিটকারি দেওয়া হত, সেখানেই নায়কের সম্মান পাচ্ছেন হার্দিক। পান্ডিয়ার জন্য এখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্লোগান উঠেছিল। এই স্টেডিয়ামে, যেখানে দুই মাস আগে পর্যন্ত এক অন্য রকম ছবি দেখেছিল সেটা এখন সম্পূর্ণ পালটে গিয়েছে। গত ছয় মাসটা হার্দিকের জন্য বেশ কঠিন ছিল। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষান। ভারতের এই উইকেটরক্ষক জানেন সেই সময়ে কতটা কষ্ট করেছেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন ইশান কিষান-
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় ইশান কিষান জানান, হার্দিক কীভাবে কঠিন সময়ে নিজেকে সুরক্ষিত রেখেছিলেন। ইশান কিষান বলেন, ‘যখন হার্দিক পান্ডিয়া ট্রফি নিয়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন, তখন পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম নেচে উঠেছিল। এটি একটি দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল।’
আরও পড়ুন… IND vs ZIM: ওই হারটা আমাদের জন্য সহজ ছিল না- দুরন্ত পারফরমেন্সের রহস্য ফাঁস করলেন অভিষেক শর্মা
হার্দিক কখনও অভিযোগ করেননি
ইশান কিষান আরও বলেন, ‘গত ছয় মাসে কী হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁকে নিয়ে অনেক কিছু লেখা ও বলা হয়েছে। কিন্তু তিনি কখনই তার মেজাজ হারাননি। আইপিএল বা আইপিএলের আগে ভাদোদরায় প্রশিক্ষণের সময় আমি বেশিরভাগ সময় তার সঙ্গে ছিলাম। তিনি কখনও অভিযোগ করেননি কেন তার সঙ্গে এমন হচ্ছে। তিনি বেশ শান্ত ছিলেন। তিনি কেবল নিজের খেলায় মনোনিবেশ করেছিলেন।’
আরও পড়ুন… CFL 2024: সায়নের জোড়া গোল, পিছিয়ে গিয়েও জর্জ টেলিগ্রাফকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
ইশান কিষান বলেন হার্দিক পান্ডিয়া কখনও ভাঙেননি
ইশান আরও বলেন, ‘সে যেখানেই যাচ্ছিল, লোকজন তাকে ট্রোল করছিল। টসে, টিম বাসের দিকে যাচ্ছে। এই সব দেখলে প্রায়শই লোকেরা ভেঙে পড়েন, যখন তাদের সঙ্গে এই রকম কিছু করা হয়। তবে হার্দিকের সঙ্গে এমনটা হয়নি। আমি তাঁকে একজন মহান ক্রীড়াবিদ হিসাবে বিবেচনা করি, কারণ পুরো স্টেডিয়ামটি হৈ-হুল্লোড় করে উঠবে কিন্তু তিনি তখনও তাঁর মুখে কোন রকম রাগ ছাড়াই নিজের কাজ করে চলবেন।’
আরও পড়ুন… IND vs ZIM: শেষ ৬০ বলে ভারত তুলল ১৬০ রান, ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন অভিষেক-রুতুরাজ-রিঙ্কুরা
হার্দিকের কোন কথাটা ভুলবেন না ইশান-
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, উইকেটরক্ষক-ব্যাটার বলেছিলেন, ‘আমার অন্ত্রের অনুভূতি ছিল যে তিনি (পান্ডিয়া) বিশ্বকাপের জন্য এটি সব সংরক্ষণ করছেন। আমি তার কয়েকটা কথা কখনই ভুলব না: সে বলেছিল, ‘পারফরম্যান্স একবার আসবে আবার একবার চলে যাবে, আজ যারা আমাকে গালি দিচ্ছে, তারা একদিন আমার জন্য তালি দেবে।’ যখন আমি সত্যিই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন হার্দিক আমায় এই কথাটি বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে যাই বলুক, আমাদের নিজেদের সেরাটা দিতে হবে এবং খেলায় ১০০ শতাংশ দিতে হবে।’