অ্যাডিলেডে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত ধাক্কা খেল। একধাক্কায় পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেল। একে উঠে এল অস্ট্রেলিয়া। কিন্তু অন্য দলের উপরে নির্ভর না করে ফাইনালে যাওয়ার রাস্তা এখনও খোলা আছে ভারতের সামনে। আপাতত ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফল হল ১-১। অঙ্ক অনুযায়ী, ভারত যদি ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তাহলেও অন্য কোনও দলের উপরে নির্ভর না করে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সিরিজের বাকি টেস্টে জিতে গেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু সেটা না হলেই আসবে অঙ্কের জটিলতা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের সমীকরণ
ভারত যদি বাকি থাকা প্রতিটি টেস্টে (ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনি) জিততে না পারে, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে। সেটার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পারবে, সেটা দেখে নিন।
১) ভারত যদি ৩-১ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ৩-১ ব্যবধানে জিতলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬০.৫২ শতাংশ হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টই জিতলে দক্ষিণ আফ্রিকার পিসিটি হবে ৬৯.৪৪ শতাংশ। সেক্ষেত্রে ওই দুটি দলই ফাইনালে উঠবে। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টে জিতলেও অস্ট্রেলিয়ার ঝুলিতে ৫৮.৭৭ শতাংশের বেশি পয়েন্ট থাকবে না। আর শ্রীলঙ্কাও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলেও ৬০ শতাংশে পৌঁছাতে পারবে না।
২) ভারতের আসল সমস্যা শুরু হবে আরও একটি টেস্টে হেরে গেলে। যদি ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতে ভারত, তাহলে পিসিটি হবে টিম ইন্ডিয়ার ৫৮.৭৭ শতাংশ। দক্ষিণ আফ্রিকা যদি তিনটি টেস্টেই জিতে যায়, তাহলে পিসিটি হবে ৬৯.৪৪ শতাংশ। তখন দক্ষিণ আফ্রিকার জায়গা নিশ্চিত হয়ে যাবে। ভারতের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের উপরে।
— অস্ট্রেলিয়া যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে পিসিটি হবে ৬০.০৫ শতাংশ।
— শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জেতে, তাহলে পিসিটি হবে ৫৩.৮৪ শতাংশ।
— অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে জিতলে পিসিটি হবে ৫৬.১৪ শতাংশ।
— যদি সিরিজের ফল ০-০ হয়, তাহলে অস্ট্রেলিয়ার পিসিটি হবে ৫৩.৫ শতাংশ। আর শ্রীলঙ্কার পিসিটি ৪৩.৫৮ শতাংশ হবে।
আর এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে ভারত যদি ৩-২ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে শ্রীলঙ্কায় গিয়ে অস্ট্রেলিয়াকে কমপক্ষে একটি ম্যাচে হারতে হবে বা ড্র করতে হবে। তাহলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।
৩) ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে, তাহলে টিম ইন্ডিয়ার পিসিটি হবে ৫৫.২৬ শতাংশ। আর সেক্ষেত্রে ভারতকে প্রার্থনা করতে হবে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যেন দ্বিতীয় টেস্টে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হার প্রার্থনা করতে হবে। অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে হারলে পিসিটি হবে ৫১.৭৫ শতাংশ। ০-১ ব্যবধানে হারলে পিসিটি ৫৩.৫ শতাংশ ঠেকবে। ০-০ ব্যবধানে ড্র হলে অজিদের পিসিটি হবে ৫৫.২৬ শতাংশ। অর্থাৎ অঙ্কটা মারাত্মক কঠিন হবে ভারতের জন্য।
(বিশেষ দ্রষ্টব্য: আপাতত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট চলছে, তাতে শ্রীলঙ্কার হারের আশঙ্কা প্রবল। সেটা ধরেই এই সমীকরণ করা হয়েছে। আর এখন যেহেতু মূলত চারটি দলই ফাইনালের লড়াইয়ে আছে, তাই সেই চারটি দলকে ধরে অঙ্ক করা হয়েছে।)