পহেলগাঁও হামলার রেশ, আতঙ্ক কিছুই যেন পিছু ছাড়ছে না দেশবাসীর। কাশ্মীর বেড়াতে গিয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যেভাবে ২৬ জনের প্রাণ গেল তাতে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এদিন কেশরী চ্যাপ্টার ২ এর হল ভিজিটে গিয়েও সেই প্রসঙ্গ উঠে এল অক্ষয় কুমারের কথায়। সেখান থেকে তিনি বিশেষ বার্তাও দিলেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে।
আরও পড়ুন: বাগদান সারলেন 'ডাইনি'র পরিচালক নির্ঝর! পাত্রী কে? কবেই বা সাতপাক ঘুরবেন?
কী ঘটেছে?
এদিন অক্ষয় কুমার এবং আর মাধবন মুম্বইয়ের একটি সিনেমা হলে হল ভিজিটে গিয়েছিলেন যেখানে কেশরী চ্যাপ্টার ২ ছবিটি চলছিল। সিনেমা শেষ হওয়ার পর সেখানে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন ২ অভিনেতা। তিনি এদিন দর্শকদের উদ্দেশ্যে বলেন, ' আমি আপনাদের বলতে চাই যে আমরা যখন এই ছবি বানাচ্ছিলাম তখন প্রতিটি সিনে আমি আর আমার পরিচালক অনুভব করতে পারছিলাম যে ওই সময় জালিয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের পর সবার মনে ঠিক কতটা রাগ জমা হয়েছিল। প্রতিটি ভারতবাসীর মনে কতই না রাগ, ক্ষোভ জমা হয়েছিল। আর আজ আমার মনে হচ্ছে আমাদের সবার মধ্যে আবার সেই রাগ জমা হয়েছে। আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কোন ঘটনার কথা বলছি। আজ আমি ওই সন্ত্রাসবাদীদের, ওদের বলতে চাই যেটা আমি এই ছবিতেও বলেছি। কী?' বলেই তিনি মাইক দর্শকদের দিকে ঘুরিয়ে দেন। অক্ষয় কুমার যেটা ছবিতে বলেছেন সেটা এখানেও বলেন এদিন আর তাঁর সঙ্গে যোগ দেয় গোটা সিনেমা হলে উপস্থিত থাকা দর্শকরা। সকলে চেঁচিয়ে বলে ওঠেন, 'F*** you!'
যাঁরা যাঁরা ইতিমধ্যেই কেশরী চ্যাপ্টার ২ দেখেছেন তাঁরা সকলেই জানেন কীভাবে সিনেমার শেষ ভাগে এসে ব্রিটিশ সাম্রাজ্যের উদ্দেশ্যে তিনি অর্থাৎ কেশরী চ্যাপ্টার ২ তে তাঁর চরিত্র বলেছিল কথাগুলো।
আরও পড়ুন: কথা দিয়েও অপুর পরিবারের সঙ্গে দেখা করতে আসবে না আর্য! কোন দিকে বাঁক নেবে দুজনের সম্পর্ক?
কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।