পুষ্পা ২ ঝড় বইছে গোটা দেশ জুড়ে। দেশের বাকি অংশের মতোই আল্লু অর্জুন ম্যাজিকে মজে বাংলা। কিন্তু এমন অবস্থাতেও ম্যাজিক দেখাচ্ছে বাংলার নিজের বহুরূপী! চলতি বছর পুজোর সময় মুক্তি পেয়েছে বহুরূপী। টেক্কা, শাস্ত্রীকে টক্কর দিয়ে জাঁকিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। দিনের পর দিন শো হাউজফুল গিয়েছে। ৭০ দিন পরেও এখনও বেশ কিছু শো হাউজফুল যাচ্ছে বলেই জানালেন পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: খাদান ১১ -র মুখোমুখি দাদা ১১! ২২ গজে সৌরভ - ঝুলনকে কি হারাতে পারল দেব - যিশুর দল?
আরও পড়ুন: টোটা, আবির, পরম নাকি ইন্দ্রনীল : সব্যসাচীর পর ফেলুদা হিসেবে কে বেশি নজর কেড়েছেন?
বহুরূপী ছবিটি নিয়ে কী জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটি স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'আজ বহুরূপীর ৭০ তম দিন, আজকেও হাউজফুল, বুকমাই শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি আমার বস মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, আমার বস পিছিয়ে দিন।' তিনি এদিন আরও জানান, 'রাজকুমার দামানীর কথাই সত্যি হল। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।'
বহুরূপী পরিচালক তথা অভিনেতা এদিন যে স্ক্রিনশট পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সের একাধিক শো লাল হয়ে রয়েছে। অর্থাৎ প্রায় হাউজফুল সেই শোগুলো।
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। মুখ্য ভূমিকায় ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী। বক্স অফিসে সাফল্য বা প্রশংসা নয়, ছবির একাধিক গান সহ সংলাপ সবই দারুণ সাড়া পেয়েছে।
আরও পড়ুন: 'ঘৃণা ছড়াবেন না', নিজের শোতে ডেকে অ্যাটলিকে 'রেসিস্ট' মন্তব্য করেছেন, অভিযোগ উঠতেই জবাব দিলেন কপিল!
আরও পড়ুন: রুল টুট গ্যায়া! ভুল দিক দিয়ে ড্রাইভ করে বড় অঙ্কের জরিমানা ইন্ডিয়ান আইডলের বিচারক বাদশার
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, ‘অসাধারণ ছবি, আপনার সব ছবি মন কেড়ে নেয়, কিন্তু বহুরুপী ছবিটার কোনও তুলনা নেই। আমরা সবাই চাই আরও কিছু মাস হাউজফুল হোক।’ আরেক জন লেখেন, ‘বাংলা সিনেমার আবার স্বর্ণযুগ শুরু হোক আপনাদের হাত ধরে।’ তৃতীয় জন লেখেন, ‘দারুণ সিনেমা, এরকম সিনেমা আরও দেখতে চাই।’