বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeta Exclusive: 'লোকে ফ্লপনীতাও বলেছিল', হেটার্সদের মুখে ঝামা ঘষে বেঙ্গল টপার পরিণীতা! কড়া জবাব উদয়ের
নতুন বছরে টিআরপি তালিকায় বড় চমক। ২০২৫ নতুন বেঙ্গল টপার দিল দর্শকদের। এতদিন ফুলকি, কথা, গীতারা চমক দেখিয়েছে, তবে সক্কলকে পিছনে ফেলে চলতি সপ্তাহে সেরার সিংহাসন দখল করল উদয় প্রতাপ সিং আর নবাগতা ঈশানি চট্টোপাধ্যায়। ৭.৮ নম্বর নিয়ে এই সপ্তাহে সেরার মুকুট জিতে নিয়েছেন উদয়-ঈশানিরা। আরও পড়ুন-‘কাজল কাকিমা প্রেম করছে….’, অতীত ভুলে সুদীপের ‘চিরসখা’ হবেন অপরাজিতা? সামনে এল প্রচার ঝলক