২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয়। একজন বিদেশি (নেপালি)। হত্যা করার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়েছিল। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। দেশের অভিনেতা অভিনেত্রীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার এই ঘটনার নিন্দা করলেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খানও।
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে পাক অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি 'আবির গুলাল' বয়কটের ডাক ওঠে। ১ এপ্রিল ফাওয়াদ খান এবং বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’-এর টিজার মুক্তি পায়, তারপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ছবিটি। ছবিটি ৯ মে মুক্তি পাওয়ার কথা।
আরও পড়ুন: ‘রক্তবীজ ২’-এ কেবল মিমি নন, থাকছেন কৌশানিও! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
এই আবহেই ফাওয়াদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখলেন, ‘পহেলগাঁওয়ে জঘন্য হামলার খবর শুনে আমি গভীর ভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার যাঁরা শিকার, তাঁদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।’
তবে এখন সোশ্যাল মিডিয়ায় জুড়ে ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক। অনেকেই ফাওয়াদের বলিউডে প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আবার অনেকে এই ছবি বয়কটের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: ছোট্ট তুহুর কোলে ভাই গোল্লা! মানসীর ছেলে-মেয়েকে ভালোবাসায় ভরালেন নেটিজেনরা
এই প্রসঙ্গে ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা নিউজ ১৮-কে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘এটা একটা রাজনৈতিক প্রশ্ন। আমি সবসময় বিশ্বাস করি যে শিল্প সর্বদা শান্তি ও সম্প্রীতির মাধ্যম হওয়া উচিত। আমাদের কখনই শিল্প ও খেলাধুলাকে ঘৃণার সঙ্গে জড়াতে দেওয়া উচিত নয়। ফাওয়াদ ছবিতে ফিরে এসেছেন এটা ভালো, আমরাও দেখব ছবিটা। আমি আশা করি এর ফলে আরও অনেক সুযোগ তৈরি হবে।’
তবে দিয়া পহেলগাঁওয়ে ঘটনা ঘটার আগে এই মন্তব্য করেছিলেন। ২৪ এপ্রিল, দিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পহেলগাঁও হামলা ঘটনার নিন্দা জানিয়ে লেখেন, ‘আমাদের হৃদয় শোকে ভারাক্রান্ত। আমরা যে যন্ত্রণা ভাগ করে নিচ্ছি তা আমাদের সম্মিলিত সংকল্পকে আরও শক্তিশালী করবে— ঐক্যবদ্ধ থাকার, শান্তির জন্য উচ্চস্বরে কথা বলার এবং সব ধরণের ঘৃণার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। এই নৃশংস, হিংস্র অপরাধীদের জবাবদিহি করতে হবে। আসুন আমরা একত্রিত হই। আমরা ঘৃণাকে আমাদের বিভক্ত করতে দেব না। আমরা চুপ থাকব না।’