অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডের ঐতিহাসিক পটভূমির উপর ভিত্তি করে তৈরি ছবি কেশরি চ্যাপ্টার ২: ট্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানাওয়াগ বক্স অফিসে ধীর গতিতে চললেও, নিজের ব্যবসা অব্যাহত রেখেছে। দর্শকেরা ছবির গল্প, অভিনয় এবং কোর্টরুম ড্রামার যে সাসপেন্স ও নাটকীয়তা তা পছন্দ করেছেন। সমালোচকদের দ্বারাও প্রশংসিত ছবিখানা। তবে এখনও অক্ষয়ের সিনেমার আয় ওঠানামা করছে। ১০০ কোটি ঘরে প্রবেশ করতে কেশরি ২-র যে এত সময় লেগে যাবে, তা ভাবতে পারেননি অনেকেই। এদিকে, শুক্রবার ২৫এপ্রিল মুক্তি পাওয়া ইমরান হাসমির গ্রাউন্ড জিরো-র হাল আরও খারাপ।
কেশরি ২ দ্বিতীয় মঙ্গলবারে অর্থাৎ ১২তম দিনে প্রায় ২.৫০ রোটি টাকা আয় করেছে। আর গ্রাউন্ড জিরো মঙ্গলবার, পঞ্চম দিনে সংগ্রহ করেছে ১ কোটিরও কম।
কেশরি ২-র বক্স অফিস কালেকশন:
১৮ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ৭.৭৫ কোটি, দ্বিতীয় দিনে ৯.৭৫ কোটি, তৃতীয় দিনে ১২ কোটি, চতুর্থ দিনে ৪.৫ কোটি, পঞ্চম দিনে ৫ কোটি, ষষ্ঠ দিনে ৩.৬ কোটি, সপ্তম দিনে ৩.৫ কোটি, অষ্টম দিনে ৪.০৫ কোটি, নবম দিনে ৭.১৫ কোটি, দশম দিনে ৮.১ কোটি, একাদশ দিনে ২.৭৫ কোটি এবং দ্বাদশ দিনে ২.৫০ কোটি টাকা আয় করে।
আর বর্তমানে এই সিনেমার মোট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৭০.৬৫ কোটি টাকা ((Sacnilk-এর ডেটা অনুসারে)।
আদৌ কি ছুঁতে পারবে ১০০ কোটির ঘর?
ছবিটি তার দ্বিতীয় উইকেন্ডে ভালো ব্যবসা করলেও, সপ্তাহের কাজের দিনগুলোয় আয়ে আবার পতন দেখা যাচ্ছে। ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, ১০০ কোটির ক্লাবে এন্ট্রি নিতে গেলে, এই ছবিকে আগামীদিনে আরও শক্তভাবে নিজের বাজার ধরে রাখতে হবে।
জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নিয়ে কেশরি ২
জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটি, করণ জোহরের ধর্মা প্রোডাকশনস প্রযোজনা করেছে। এবং করণ সিং ত্যাগী পরিচালনা করেছেন। ছবিতে অক্ষয় কুমার আইনজীবী সি শঙ্করন নায়ারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি জালিয়ানওয়ালা বাগে নিহত নিরীহ মানুষদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য আদালতে আইনি লড়াই লড়েন, তাও খোদ ইংরেজদের বিরুদ্ধে।
গ্রাউন্ড জিরোর বক্স অফিস কালেকশন:
এদিকে ইমরান হাসমির গ্রাউন্ড জিরো শুক্রবার খাতা খুলেছিল ১.১৫ কোটি দিয়ে।তারপর শনিবার তা হয় ১.৯ কোটি। রবিবার বেড়ে ২.১৫ কোটিতে পৌঁছলেও, সোমবার থেকে আয় নেমে এসেছে লাখে। সোম ও মঙ্গলবার দু'দিনই (চতুর্থ ও পঞ্চম দিনে) ছবি আয় করেছে ৬৩ লাখ। আপাতত ছবির মোট আয় ৬.৪৬ কোটি টাকা।