হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি। তবে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করছেন তাঁরা। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই হিঁচকি তোলেন! নতুন প্রেম সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। আরও পডুন-রাতপোশাকে গার্লফ্রেন্ডকে আগলে ক্রিসমাস উদযাপন হৃতিকের, সাবা বয়সে কত ছোট নায়কের চেয়ে?
হৃতিক-সুজান-সাবা আর আরসালানের বন্ডিং দেখলে অনেকেই প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে। ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে হৃতিক। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মরসুম উপভোগ করতে ওয়ার ২ এর ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের করেছেন তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তাঁর প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে অভিনেতাকে।
দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন হৃতিক রোশন
সোমবার, সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগও হৃতিক এবং সুজানের সাথে দুবাইতে বর্ষবরণে মেতে। সুজান নার্গিস, টনি এবং আরসালানের সাথেও একটি ছবি পোস্ট করেছেন। সুজানের ভাই, অভিনেতা জায়েদ খানও স্ত্রী ও সন্তানদের নিয়ে দুবাই পৌঁছেছেন।