চলছে কৌন বনেগা ক্রোড়পতি-১৬। নিত্যদিনই চর্চায় উঠে আসছে এই শো। এবার এই শোয়ে প্রতিযোগী হিসাবে হাজির ছিলেন কুনওয়ার নিশাত খালিদকে। যিনি কিনা দিল্লির বাসিন্দা, এক জাপানি বহুজাতিক সংস্থার রিজিওনাল সেলস ম্যানেজার। ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ডে জিতে কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে বসেন কুনওয়ার। আর সেখানে বসেই আবেগে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘এখানে আসতে আমার ২৫ বছর লেগে গেল…।’
আবেগতাড়িত কুনওয়ার বলেন, ক্রোড়পতিতে আসা ছিল তাঁর স্বপ্ন, তবে তা পূরণ হতে ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাঁর কথায়, এখান থেকে আমি যেদিন ফোনটা পেয়েছিলাম সেটা ছিল জুলাই মাস, সেদিনই আমার মেয়ের জন্ম হয়েছিল। দীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনে ওই আমাদের প্রথম সন্তান।' এরপরই আবেগে হাউ হাউ করে কেঁদে ফেলেন দিল্লির কুনওয়ার নিশাত খালিদ। অমিতাভ বচ্চন তখন তাঁকে সান্ত্বনা দিতে দিতে পিঠে হাত বুলিয়ে দেন। বলেন, ‘কান্না বাঁচিয়ে রাখুন, খেলতে হবে তো তাই না? চোখের জল মুছুন…’, বলেই রুমাল এগিয়ে দেন।
নিশাত চোখের জল মোছার পর সেই রুমাল নিজেই চেয়ে নেন অমিতাভ বলেন, ‘দিন আমায় দিন, এই নিন চশমা' বলে সেটাও এগিয়ে দেন। তারপর পিঠ চাপড়ে দিয়ে নিজের জায়গায় ফিরে আসেন শাহেনশা। এরপর বলেন, ‘আমি হয়তবা এর যোগ্য নেই, তবে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ পাল্টা অমিতাভ বলেন, ‘আমাকে ধন্যবাদ দেবেন না, আপনি নিজের যোগ্যতাতেই এই সুযোগ পেয়েছেন।’ এই আবেগঘন মুহূর্ত দেখে চোখে জল এসে যায় নিশাতের স্ত্রীরও।
আরও পড়ুন-৯ পা শাহিদার, মেয়ের জন্মদিনেও সারাদিন শ্যুটিংয়ে ব্যস্ত সুদীপ্তা, শেষপর্যন্ত তাই কী করল শাহিদা?
আরও পড়ুন-‘জিৎ-এর একটা ফোনের অপেক্ষায় রয়েছি শুধু…’, বাংলার সুপারস্টারকে নিয়ে কেন বললেন বলিউডের নীরজ পাণ্ডে!