এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম। রবিবার ইন্সটাগ্রাম স্টোরিতে সে কথা নিজেই জানালেন তিনি। ২৬ বছর বয়সী এই ইউটিউব তারকা এদিন সোশ্যাল মিডিয়ায় জানান, কয়েকদিন ধরেই তাঁর শরীর ঠিকঠাক যাচ্ছিল না। এর পরই তিনি কোভিড টেস্ট করান। সেই পরীক্ষায় জানা গিয়েছে তিনি করোনা পজিটিভ।একইসঙ্গে এদিন তিনি তাঁর ফ্যানদের সতর্ক করে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘এই ভাইরাসকে হালকা ভাবে নেবেন না। মাস্ক পরুন, সঠিকভাবে নিয়মিত স্যানিটাইজ করুন। আর অবশ্যই মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি।’ ফ্যানদের তিনি বার্তা দিয়েছেন, ‘সুস্থ হয়ে গেলে আর সব ঠিক থাকলে ফের এখানেই (সোশ্যাল মিডিয়া) দেখা হবে।’তরুণ এই ইউটিউবার তাঁর ‘বিবি কি ভাইন্স’ ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন হাসির ভিডিও এবং বিভিন্ন চরিত্রে নিজেই অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর এই চ্যানেল। পাশাপাশি তিনি গানবাজনাও করেন। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে কয়েকটি হল ‘হীর–রান্ঝা’, ‘সফর’, ‘ব্যস ম্যায়’। ভুবন দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই এখন চাওয়া তাঁর হাজার হাজার ফ্যানের।