ফের একবার রানা সরকারের তোপের মুখে পড়লেন অনির্বাণ ভট্টাচার্য। ফেসবুকে লম্বা পোস্টে আরও একবার নাম না করে পর্দার 'খোকা'কে আক্রমণ করতে ছাড়লেন না রানা। সম্প্রতি Blackletters India নামে এক ইউটিউব শোতে কলকাতাকে নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেতা-পরিচালক-নাট্যব্যক্তিত্ব অনির্বাণ ভট্টাচার্য। সেখানে তাঁর বক্তব্যকে ঘিরেই তাঁকে আক্রমণ করেছেন টলিপাড়ার প্রযোজক। নিজের পোস্টে অনির্বাণের বিরুদ্ধে 'টুকলিবাজি'র মতো গুরুতর অভিযোগ এনেছেন রানা।
ঠিক কী লিখেছেন রানা সরকার?
রানা নিজের ফেসবুক খানিকটা ‘Guess Who?’ টাইম পোস্টে লেখেন, ‘পাদ্দায়ি টুকে বাংলা ওয়েব সিরিজ বানাই। বাদল সরকার আর শেক্সপিয়ার টুকে সিনেমা বানাই। বাদল সরকারের লেখা নাটক নিজের লেখা চিত্রনাট্য বলে পুরস্কার নিতে আমার আপত্তি নেই। তারপর বলি সিনেমা থিয়েটারে কলকাতার নিজস্বতা নেই। কারণ আমার যেটা নিজস্ব সেই অভিনয় ছাড়া বাকি সব বিষয়ে আমি নাক গলাতে ভালোবাসি। অথবা আমার নিজস্ব বলে কিছু নেই , সবটাই Failed Exercise. বলুন তো আমি কে?’
ফের খোঁচা দিয়ে লেখেন, ‘আবার জেগে উঠেছে নটচঞ্চু আল পাচিনো (গরীব)। সুপ্ত আগ্নেয়গিরি আবার লাভা উদগীরণ শুরু করেছে । Link কমেন্টে।’ আর এই লিঙ্কেই অনির্বাণের বক্তব্যের লিঙ্ক তুলে দিয়েছেন প্রযোজক। আর তাই তিনি যে পর্দার 'খোকা'কে আক্রমণ করেই কথাগুলি বলেছেন, সেবিষয়ে আর কোনও সন্দেহই নেই।
আরও পড়ুন-প্রতিদিন জ্যামিকে ফলো করছেন শঙ্কর, কে তিনি? কবে সামনে আসবে 'জাযা'র ঘটনা!