সদ্যই পালিত হল আন্তর্জাতিক পুরুষ দিবস। রবিবার ১৯ নভেম্বর ছিল সেই দিন। কিন্তু কেন এই দিন পালিত হয়, কীই বা এর গুরুত্ব সেটা নিয়ে প্রশ্ন তুললেন। এমনকি তাঁর সেই পোস্টে কটাক্ষ করতে ছাড়লেন না পুরুষদের।
আন্তর্জাতিক পুরুষ দিবস নিয়ে কী বললেন তসলিমা নাসরিন?
আন্তর্জাতিক পুরুষ দিবসের ইতিহাস খুঁড়ে এদিন তসলিমা তাঁর পোস্টে জানান পুরুষদের জন্য এই বিশেষ দিনটি বানিয়েছেন টমাস ওস্টার নামক এক ভদ্রলোক যিনি পুরুষ অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত। লেখিকার মতে এই দিনটি এখন নিয়ন্ত্রণ করেন একদল নারী বিদ্বেষী পুরুষ। তিনি একই সঙ্গে তীব্র বিরোধিতা করেন আন্তর্জাতিক পুরুষ দিবসের। তাঁর মতে পুরুষরা কখনও পুরুষ হওয়ার জন্য অত্যাচারিত হন না যেটা নারীরা হন, তাই এই দিবস অর্থহীন।
আরও পড়ুন: সৌরভের নাম ভাঙিয়ে ভিনরাজ্যে সুবিধা নিচ্ছেন বহু বাঙালি! দাদা বললেন, 'কতজন যে এভাবেই...'
তসলিমা নাসরিন এদিন তাঁর পোস্টে লেখেন, 'আন্তর্জাতিক পুরুষ দিবস' নামে একটা দিবস বানিয়েছে 'পুরুষ অধিকার আন্দোলন' MRA (Men's Rights Activists) -এর সঙ্গে যুক্ত একটি লোক। টমাস ওস্টার নাম। বানানো এই দিবসটি এখন পুরোপুরিই পুরুষ অধিকার আন্দোলনের এক পাল ভয়ঙ্কর নারীবিদ্বেষী কর্মীর নিয়ন্ত্রণে। এই দিবস প্রথম উদযাপিত হয় ভারতে, ২০০৭ সালে। ভারতের কিছু লোক নারীদের বিরুদ্ধে বিষোদগার করে, সংসদ থেকে নারী কোটা বাতিল করার, নারী নির্যাতন আইন বিলুপ্ত করার, পণ প্রথা বহাল রাখার, ধর্ষণের জন্য ধর্ষককে নয়, নারীদের দোষ দেবার দাবি জানিয়ে 'পুরুষ দিবস' পালন করে।'