টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে বিরাট কোহলির যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন কিং কোহলি। এই মাসের শুরুতে আইপিএল ২০২৪-এ ফাইনালের ঠিক আগে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হৃদয়বিদারক পরাজয়ের পরে কোহলি খেলা থেকে তাঁর বিরতির সময়সীমা বাড়িয়েছিলেন বলে জানা গিয়েছিল। বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে, প্রাক্তন ভারত অধিনায়ক বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হলেন তিনি।
এই মাসের শুরুতে, বিরাট এবং অনুষ্কা তাদের বাচ্চাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে একটি নোট সহ উপহার ভর্তি বাক্স পাঠিয়েছিলেন পাপারাজ্জিদের। গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তান আকায়কে স্বাগত জানান। আইপিএল ২০২৪-এর আগে ভারতে ফিরে কোহলি এবং আনুষ্কা পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন যে, তাঁরা তাদের দুই সন্তান - মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের ছবি যাতে না তোলে।
আরও পড়ুন: ‘আমি সর্বদা বজায় রেখেছি…’! মঞ্চে বালাকৃষ্ণের ঠেলে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া অঞ্জলির
পাপারাজ্জিদের কাছ থেকে পাওয়া সহযোগিতার প্রশংসা করে কোহলি ও অনুষ্কা একটি গিফট হ্যাম্পার পাঠিয়েছেন। যেখানে লেখা ছিল, ‘আমাদের বাচ্চাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য এবং আপনার অবিচল সহযোগিতার জন্য আমরা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
বৃহস্পতিবার কোহলি যখন বিশ্বকাপ খেলার জন্য নিউ ইয়র্কের বিমান ধরার জন্য মুম্বাই বিমানবন্দরে পৌঁছন, তখন পাপারাৎজিরা তাঁকে উপহারের জন্য ধন্যবাদ জানায়। তাতে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার পুরো কৃতিত্ব দেয় স্ত্রীকে। বলে ওঠে, ‘ম্যাম নে দিয়া ভাই, ম্যায়নে নেহি দিয়া (ভাই ম্যাম দিয়েছে, আমি দেইনি)’।
আরও পড়ুন: গদর ২-র সাফল্যে এ কী হাল সানি দেওলের! প্রযোজকের থেকে টাকা নিয়েও করছেন না সিনেমা
বিরাট কোহলি কি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবেন?
২৫ মে মুম্বই থেকে ভারতীয় ক্রিকেটারদের প্রথম ব্যাচ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কোহলি এবং হার্দিক পান্ডিয়া উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে ছিলেন। দু'জনেরই এই গ্রুপের অংশ হওয়ার কথা ছিল। তবে হার্দিক যখন বিদেশে অজ্ঞাত স্থানে ছুটি কাটাচ্ছেন বলে জানা গিয়েছে, তখন কোহলি আইপিএল ২০২৪ এর পরে ক্রিকেট থেকে তাঁর বিরতির সময়সীমা বাড়িয়েছিলেন।
আরও পড়ুন: বিছানায় খালি গায়ে রুবেল, জড়িয়ে শ্বেতা! ঘনিষ্ঠ মুহূর্তেকে ‘শো অফ’ বলে কটাক্ষ
গত সপ্তাহে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, কোহলি বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, যার ফলে ভারতীয় বোর্ড তার ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ বদল করে। ‘কোহলি আমাদের আগেই জানিয়েছিল যে, সে দেরিতে দলের সঙ্গে যোগ দেবে এবং সে কারণেই বিসিসিআই তাঁর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পিছোয়। আগামী ৩০ মে ভোরে তার নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিসিসিআই তার অনুরোধে রাজি হয়েছে’, এক কর্মকর্তা জানান সংবাদমাধ্যমকে।