জি বাংলা রান্নাঘরে আসতে চলেছে এক বিরাট চমক! এবার আর কোনও মানুষ নয়, বরং এক রোবট রান্না করবে আগুনের তাপে হাত পুড়িয়ে! কী রাঁধবে সে?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে রান্নাঘরের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি রোবট যার পরনে রয়েছে পরিপাটি করে লাল পাড় সাদা শাড়ি, মানানসই লাল ব্লাউজ। বাদ যায়নি গয়না, টিপ, লিপস্টিক কিছুই। সেই রোবটকে এদিন হাতে একটি ট্রেতে বেশ কিছু বাটি নিয়ে রান্নাঘরে ঢুকতে দেখা যায়। তাকে দেখেই কনীনিকা বলে ওঠেন, 'এমা এ কি কাণ্ড! এ তো একটা রোবট। তুই কি রান্না করবি নাকি?' সেই রোবটকে আবার নিজের পরিচয়ে নিজের নাম জানাতে দেখা যায়। বলে, 'আমার নাম উমা।'
জানা গিয়েছে এই বিশেষ পর্বটি বুধবার, ২৩ এপ্রিল সম্প্রচারিত হবে। এই প্রোমো প্রকাশ্যে আসার পর চমকিত এবং একই সঙ্গে মুগ্ধ দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'ওমা এ তো দারুণ ব্যাপার!' কেউ আবার লেখেন, 'বাহ! এটা বেশ ক্রিয়েটিভ হয়েছে। নতুন কিছু হবে।' কেউ আবার স্টার জলসার হরগৌরী পাইস হোটেলের প্রসঙ্গ তুলেছেন।
প্রসঙ্গত রান্না মানেই আজও অনেকের, না না অধিকাংশ মানুষের কাছেই মায়ের হাতের স্বাদ, রান্নার বিশেষ টেকনিক, বিশেষ ফোড়ন। সেখানে বিজ্ঞানকে ব্যবহার করে টিভির পর্দায় এমন চমক দেখার জন্য দর্শকরা যে মুখিয়ে আছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তেল, ঝোল, মশলা মিশিয়ে এই রোবট কেমন আর কী রান্না করে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: বিয়ের বছর পার, পান পাতা সরিয়ে ফের রাতুলের সঙ্গে শুভদৃষ্টি রূপাঞ্জনার! হল আর কোন কোন নিয়ম?
আরও পড়ুন: বক্স অফিসে হুংকার কেশরী চ্যাপ্টার ২-র! ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের ছবি, কী হাল জাট-সিকান্দরের?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রান্নাঘর বাংলার অন্যতম দীর্ঘদিন ধরে চলে আসা শো। যদিও মাঝে কিছু বছর বন্ধ ছিল। এর আগে সুদীপা চট্টোপাধ্যায় এই শোয়ের সঞ্চালনা করতেন। যদিও এই নতুন সিজনে সঞ্চালনার দায়িত্বে আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।