বায়োলজির ধারণাকেই অন্য পথে নিয়ে গেলেন বিজ্ঞানীরা। দুই ছেলে ইঁদুর থেকেই জন্ম দিলেন ছোট ইঁদুরের। এতদিনে সে বড়ও হয়ে গিয়েছে। একটি বড় বৈজ্ঞানিক পদক্ষেপে এমন আশ্চর্য কাণ্ড ঘটিয়েছেন চিনের বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে যে এই আবিষ্কারটি শিশুর বিকাশ কীভাবে হয় তা অধ্যয়নের নতুন উপায়ের দিকে নিয়ে যেতে পারে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন বেইজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের অধ্যাপক ওয়েই লি।
২০ বছরেরও বেশি আগে, বিজ্ঞানীরা দুটি মা ইঁদুর থেকে ছোট ইঁদুর তৈরি করেছিলেন, তবেবাবাদের মাধ্যমে ইঁদুর তৈরি করা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু এবার সে অসাধ্য সাধন সম্ভব হয়েছে। এর জন্য সাবধানতার সঙ্গে কিছু জিন পরিবর্তন করেছেন বিজ্ঞানীরা, যাকে ইমপ্রিন্টেড জিন বলা হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত শুধুমাত্র এক পেরেন্টের কাছ থেকেই আসে। আর এর মাধ্যমেই এই নতুন কৃতিত্বটি সম্ভব হয়েছে।
বিজ্ঞানীরা ভ্রূণের বিশেষ জিন পরিবর্তন করার জন্য একটি কৌশল ব্যবহার করেছিলেন, যার ফলে দুই পিতার ডিএনএ দিয়ে ইঁদুরের বৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছিল। সেল স্টেম সেল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ প্রসঙ্গে ব্যাখ্যা করে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের টিম বলেছে যে ২০টি বিশেষ জিন ঠিক করার ফলে ইঁদুর দুই বাবার সঙ্গেই বড় হয়েছে এবং একসঙ্গে বসবাস করেছে।