Tips for Food in Fridge: ঠেসেঠুসে সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দেন? গরমের দিনে খাবার ঠিক রাখতে এই টিপস মেনে চলুন Updated: 11 Jun 2023, 05:24 PM IST Sritama Mitra অনেকেই একদিন রান্না করে তা কয়েকদিন ফ্রিজে রেখে দেন। রোজ একটু করে বের করে তা গরম করে খান। তবে এই পদ্ধতি সঠিক নয় বলে দাবি বহু বিশেষজ্ঞের। খাবার ২ দিনের বেশি ফ্রিজে রাখা উচিত নয়। এতে ফ্রিজে থাকা খাবারও খারাপ হতে পারে।