মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে দেভেন ভারতীকে নিযুক্ত করেছে মহারাষ্ট্র সরকার। বুধবারই মুম্বই পুলিশের কমিশনারের পদ থেকে অবসর নিয়েছেন বিবেক ফানসালকর। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন দেবেন ভারতী। এর আগে ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার মুম্বই পুলিশের স্পেশাল কমিশনার ছিলেন। ২০২৮ সালে অবসর গ্রহণ করবেন ভারতী।
৫৬ বছর বয়সি দেভেন ভারতী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের অত্যন্ত বিশ্বস্ত একজন আইপিএস অফিসার বলে পরিচিত। এর আগে দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা)-র দায়িত্বে ছিলেন। দেড় দশকেরও বেশি সময় মুম্বই পুলিশ কমিশনারের পদটি ডিরেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার সামলেছেন। ভারতীও ডিরেক্টর জেনারেল পদমর্যাদার একজন আইপিএস অফিসার।
দেভেন ভারতী কে?
দেভেন ভারতী বিহারের দারভাঙ্গার বাসিন্দা। ঝাড়খণ্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছেন তিনি। পরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতকোত্তর করেছেন। চাকরি জীবনে দেভেন ভারতী মুম্বইয়ের জোন ৭-এ ডিসিপি এবং ক্রাইম ব্রাঞ্চে ডিসিপি হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করেছেন। এর গায়ে বিজেপি যখন মহারাষ্ট্রের ক্ষমতায় ছিল, তখন তিনি যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) ছিলেন।
এরপর কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওয়ারের এনসিপির (এসপি) মহাবিকাশ আঘাড়ী সরকার আসার পর, তাঁকে অতিরিক্ত ডিজি হিসেবে রাজ্য নিরাপত্তা কর্পোরেশনে স্থানান্তর করা হয়। সেই সময় ভারতী বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল এবং তদন্তও শুরু হয়। কিন্তু মহাযুতি সরকার আসার পর তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়।স্বরাষ্ট্র দফতরের প্রধান ফড়নবিস, মুম্বই পুলিশে স্পেশাল কমিশনারের একটি পদ তৈরি করেন। একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়নবিস ডিসেম্বরেই ভারতীকে একটি পদ দিতে চেয়েছিলেন। এরপরেই বিরোধীরা এর সমালোচনা শুরু করে। তবে ভারতী পুলিশ কমিশনার হওয়ার পর রাজ্য সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি যে স্পেশাল কমিশনার পদটি বহাল থাকবে নাকি বাতিল করা হবে।