এক বিএসএফ জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভুল করে তিনি সীমান্ত পেরিয়েছিলেন বলে খবর। তবে তাঁকে মুক্তির ব্যাপারে উভয়ের মধ্য়ে কথাবার্তা চলছে বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভুল করে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স।
১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিংকে বুধবার ফিরোজপুর সীমান্তে আটক করে পাক রেঞ্জার্স।
জওয়ান ইউনিফর্মে ছিলেন এবং তার সার্ভিস রাইফেল বহন করেছিল। তিনি কৃষকদের সঙ্গে ছিলেন যখন তিনি ছায়ায় বিশ্রামের জন্য এগিয়ে যান এবং রেঞ্জারদের হাতে ধরা পড়েন।
ওই বিএসএফ জওয়ানের মুক্তির জন্য দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
তারা বলেছে যে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় এবং অতীতে উভয় পক্ষের মধ্যে ঘটেছে।
সূত্রের খবর, ওই জওয়ানকে ফের ভারতে ফেরত আনার জন্য় ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পহেলগাঁওতে জঙ্গিরা অন্তত ২৬জনকে খুন করেছে। এরপরই ভারত একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাক নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে।