বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে এবার সরব হলেন ভারতীয় ধর্মগুরুরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে তপ দেগে পোস্ট করেছেন সাধগুরু। এদিকে এক ভিডিয়ো বার্তায় চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়িয়ে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন শ্রী শ্রী রবি শঙ্কর। একদিকে যেখানে সাধগুরু বলেছেন, 'ধর্মতান্ত্রিক ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়ছে বাংলাদেশ।' সেখানে রবি শঙ্কর বলেন, 'বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।' (আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ভারতের 'ধমকের' জবাব বাংলাদেশের, দিল্লিকে ঢাকা বলল…)
আরও পড়ুন: বাংলাদেশি সনাতদীনের বিচার চাই, চিন্ময় প্রভু ইস্যুত ইউনুসকে কড়া বার্তা ইসকনের
চিন্ম কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সাধগুরু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'একটি গণতান্ত্রিক জাতি কীভাবে ধর্মতান্ত্রিক ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়ছে। এটা খুবই লজ্জাজনক। মুক্ত গণতন্ত্রের মূল্য অনুধাবন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে নিপীড়ন বা জনসংখ্যার দুর্বল শ্রেণির ওপর হামলা কোনও গণতান্ত্রিক জাতির পক্ষে কাম্য নয়। দুর্ভাগ্যবশত, আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক নীতি থেকে দূরে সরে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হওয়া উচিত একটি গণতান্ত্রিক জাতি গঠন করা। যেখানে সকল নাগরিকের প্রয়োজনীয় অধিকার এবং তাদের চাহিদা ও বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করার ক্ষমতা থাকবে।' (আরও পড়ুন: বেনজির আক্রমণ শানিয়েছিলেন সঞ্জয় রাউত, প্রাক্তন CJI চন্দ্রচূড়ের জবাব - 'সরি...')
আরও পড়ুন: বিদায়কালে 'ভালো খবর' শোনালেন বাইডেন, যুদ্ধবিরতিতে সম্মত ইজরায়েল-হিজবুল্লা