গরম কচুরি। সঙ্গে ঝোল ঝোল আলুর তরকারি। এমন কম্বিনেশন ছাড়া যায়! লোভ সামলাতে পারেননি এক ট্রেন চালক। রীতিমতো ট্রেন থামিয়ে দিলেন তিনি। কিনলেম গরম-গরম কচুরি। ঘটনাটি রাজস্থানরে অলওয়ারের। পুরো ব্যাপারটাই ধরা পড়ল একজনের মোবাইলের ভিডিয়োয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এর পরেই নড়েচড়ে বসেন রেলের উর্ধ্বতনরা। অভিযুক্ত লোকো পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ নিল রেল।ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি লেভেল ক্রসিংয়ের গেট নামানো। সেখানে ধীরে ধীরে একটি ট্রেন এগিয়ে আসছে। অন্যদিকে লাইনের দিকে প্যাকেট-ঠোঙা হাতে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। যেন তৈরিই ছিলেন তিনি। ট্রেন থামিয়ে দিলেন চালক। এরপর একজন হাত বাড়িয়ে দিলেন। কচুরির প্যাকেট নিয়ে দাম দিয়ে দিলেন। ট্রেনের চালক, সহ-চালক, দুই গেটম্যানকে সাসপেন্ড করেছে রেল। তদন্তের নির্দেশ দিয়েছেন জয়পুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। তবে খাবারের লোভে লোকো পাইলটের ট্রেন থামানোর ঘটনা এর আগেও হয়েছে। গত বছর পাকিস্তানের একটি এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় অবশ্য চালক কচুরি খেতে নামেননি। দই কিনতে নেমেছিলেন। সেই ভিডিয়ো গিয়ে পৌঁছয় পাকিস্তানের রেলমন্ত্রী আজম খান সোয়াতির কাছে। এরপরেই অভিযুক্ত ট্রেন চালক ও তাঁর সহকারীকে সাসপেন্ড করা হয়।