শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে তৎপর মহম্মদ ইউনুসের সরকার। তবে এবার তাঁর উপদেষ্টা দাবি করলেন, তিনি নাকি জানতে পেরেছেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর 'রাজনৈতিক' সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। সম্প্রতি বিদেশ মন্ত্রকের একটি অনুষ্ঠানে মাহফুজ বলেন, 'ওনাকে (শেখ হাসিনা) তারা (ভারত) ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি।' (আরও পড়ুন: 'দুঃসাহসের জায়গা নেই...', বাংলাদেশের বিদেশ নীতি নিয়ে সাফ কথা ইউনুসের উপদেষ্টার)
আরও পড়ুন: বছরশেষে চট্টগ্রামের কারাগারে কেমন আছেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু?
উল্লেখ্য, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর আবেদন করে দিল্লিকে 'নোট ভার্বাল' দিয়েছিল ইউনুসের সরকার। তবে সেই আবেদন নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছে আওয়ামি লিগ। ইউনুস সরকারের বক্তব্য, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণের চুক্তি হয়েছিল, তাতেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশে। তবে আওয়ামি লিগের বক্তব্য, ২০১৩ সালে ভারত এবং বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, 'ভুয়ো রাজনৈতিক কারণে করা মামলা' তার অধীনে আসে না। আওয়ামি লিগের অভিযোগ, হাসিনাকে খুনের ষড়যন্ত্র করে বাংলাদেশে ফেরাতে চাইছে ইউনুসের সরকার।
এই নিয়ে সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে আওয়ামি লিগের তরফ থেকে বলা হয়, 'তারা বিচারের নামে সুকৌশলে শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বাংলাদেশ আওয়ামি লিগ মনে করে যে, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির অধীনে কোনও তাৎপর্যই নেই এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের প্রত্যর্পণের অনুরোধের। কারণ রাজনৈতিক কারণে মিথ্যা মামলা এই চুক্তির আওতায় পড়ে না। উপরন্তু, যদি ভুল বিচারের ঝুঁকি থাকে তবে এই চুক্তিটি প্রযোজ্য নয়। আজ সারা বিশ্ব জানে বাংলাদেশে আইনের শাসন বা বিচার নেই।'