পরের ম্যাচেই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। হাতে এখনও এক সপ্তাহের বেশি সময় রয়েছে। হায়দরাবাদ ম্যাচ জিতেই লিস্টনের ভাবনায় বড় ম্যাচ। তিনি বলছেন, ‘ডার্বি ম্যাচটা ফুটবলার থেকে সমর্থক সবার কাছেই গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল এখন আগের থেকে ভালো খেলছে, কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলে পয়েন্ট তুলতে চাইব ’।