ভারতীয় যুবক সচিনের প্রেমে পড়েছিলেন সীমা হায়দার। তারপর নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সচিনের সঙ্গেই এখন বসবাস করছেন সীমা। আর ওদিকে তাঁর পাকিস্তানি স্বামী গোলাম হায়দার কেঁদে ভাসাচ্ছেন একা একা। সম্প্রতি গোলামের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানেই দুঃখ প্রকাশ করতে দেখা গেল তাঁকে।