খেলা বদলে দিতে পারেন যখন তখন, WPL Auction-এ এই বিদেশি তারকার দর আকাশ ছুঁতে পারে Updated: 13 Feb 2023, 11:20 AM IST Sanjib Halder মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে WPL-র ইতিহাসে প্রথম খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছ। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই নিলামের দিকে নজর রাখছে কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে WPL নিলামেও খেলোয়াড়দের উপর মোটা টাকা বর্ষিত হতে চলেছে।