Vistara and Air India Merger Updates: মঙ্গলবার থেকে বুকিং বন্ধ ভিস্তারায়, ‘অবসর’ ১১ নভেম্বর, তারপর টিকিট থাকলে কী হবে? Updated: 30 Aug 2024, 03:56 PM IST Ayan Das ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাচ্ছে। আর সেই পথচলা শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর থেকে। ১১ নভেম্বর শেষবার আকাশে উড়বে ভিস্তারার বিমান। সেই পরিস্থিতিতে ১২ নভেম্বর থেকে যাঁদের ভিস্তারায় টিকিট কাটা আছে, তাঁদের কী হবে?