সুপার কাপের ফাইনালে উঠল জামশেদপুুর এফসি। মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে খালিদ জামিলের দল। কলিঙ্গে সুপার কাপের ফাইনাল ম্যাচ হবে বিদেশি কোচের মস্তিস্কের সঙ্গে ভারতীয় এক সিংহহৃদয় কোচের ট্যাকটিক্সের লড়াই। আগামী শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে হবে সুপার কাপের ফাইনাল।
সুপার কাপের সেমিফাইনালে শুরু থেকেই জামশেদপুরের আক্রমণের প্রাধান্য বেশি ছিল। মুম্বই সিটি ডানদিক থেকে বিক্ষাপ্তভাবে নুফলকে দিয়ে অ্যাটাকের চেষ্টা করছিল। তবে জামশেদপুরই আক্রমণে বেশি উঠছিল। আশুতোষ মেহতাকে ফাউল করে শুরুর কিছুক্ষণের মধ্যেই হলুদ কার্ড দেখেন বিক্রম প্রতাপ সিং। প্রথমার্ধের মাঝামাঝি সময় মূলত মাঝমাঠ ভিত্তিক ফুটবলই হচ্ছিল, মুম্বই সিটি একটু আডটু অ্যাটাক করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। আর জামশেদপুর এফসি তাঁদের স্ট্রাইকার জেভিয়ার সিভেরিওকে বল বাড়াতেই পারছিল না।
এরই মধ্যে এগিয়ে গেছিল জামশেদপুর এফসি। স্টিফেন এজে গোল করেন, রেহনেশ টিপি পরাস্ত হন। কিন্তু একটু পরই রেফারি জানিয়ে দেন, গোলটি অফসাইড হয়েছে। এরপর রেই তাচিকাওয়া ভালো বল বাড়িয়েছিলেন জর্ডন মারেকে উদ্দেশ্য করে। গোলের সামনে থেকে জোরালো হেডার করেন মারেও, তবে ভালো সেভ দেন রেহনেশ। প্রথমার্ধে অধিকাংশ সময়ই খো হয় মুম্বই সিটির অর্ধে। আইসল্যান্ডাররা তেমন নজর কাড়তেই পারেনি প্রথম ৪৫ মিনিটে। ডেড বল ভাঙতে দুই দলের কোচই লেমন ব্রেকের সময় কাজে লাগান।
দ্বিতীয়ার্ধের পরিবর্তনেই খেলায় বদল
দ্বিতীয়ার্ধের শুরুতেই মুম্বই সিটি এফসির তরফে আনা হয় কারেলিস এবং অর্টিজকে। এদিকে সানানকে নামান খালিদ জামিল। এদিকে সানান আসার পরই সিভেরিও কিছুটা বলের জোগান পাওয়া শুরু করে। মানজোরো এবং জাভি মিলে খেলার দখলও ভালোভাবেই নিয়ে নেন। জর্ডন মারের ক্রস ক্লিয়ার হওয়ার পর রিবাউন্ড বল প্রণয় হালদারের পায়ে চলে এসেছিল, তিনি জোরালো শট নিতে তা বারে লেগে প্রতিহত হয়।
টাইব্রেকারে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল
মুম্বই সিটি এফসির গোলে এরপর মূহূর্মূহূ আক্রমণ করতে থাকে জামশেদপুরে। ব্যাপক চাপে পড়ে যায় মুম্বই, দেখে একটা সময় মনে হচ্ছিল টাইব্রেকারে ম্যাচ নিয়ে যেতে পারলে সেটাই মুম্বইয়ের নৈতিক জয় হতে পারে। কারণ ফিল্ড প্লেতে তাঁরা দ্বিতীয়ার্ধে জামশেদপুরের বক্সে সেভাবে যেতেই পারছিলেন না।
তাচিকাওয়ার গোলে ফাইনালে জামশেদপুর
ম্যাচের শেষ লগ্নেই কাঙ্খিত গোলের দেখা পেয়ে গেল খালিদ জামিলের জামশেদপুর এফসি। রেই তাচিকাওয়ার লং রেঞ্জার গোলে এগিয়ে যায় জামশেদপুর। পিটার ক্রাটকির দলের কাছে কামব্যাকের আর তেমন সুযোগ ছিল না। বক্সের বাইরে বল পেয়ে বা পায়ে রিসিভ করে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন জাপানি এই ফুটবলার। আর এই গোলের সুবাদেই ফাইনালে উঠল জামশেদপুর।
ফাইনালে মানোলো-খালিদ দ্বৈরথ
ফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে জামশেদপুর এফসি। এদিন অর্থাৎ বুধবার বিকেলেই মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে প্রবেশ করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। ফাইনালে ভারতের কোচ মানোলোর মার্কুয়েজের সঙ্গে তাই ভারতীয় এক কোচ খালিদ জামিলের যে একটা সম্মানরক্ষার লড়াইও চলবে, সেকথা বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।