Video: রোজ সাপের দংশনে মর্মান্তিক কাণ্ড ঘটত, দেওয়াল ভাঙতেই দেখা গেল এই দৃশ্য
ঘটনা ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা এলাকার। সেখানে রোজই সাপের দংশনে মর্মান্তিক কাণ্ড ঘটত একটি বাড়ির আশপাশে। এরপর ত্রস্ত হয়ে ওই বাড়ির লোকজন সাপের হাত থেকে রক্ষা পেতে উদ্ধারকারী দলকে খবর পাঠায়। বাড়িতে পৌঁছেই উদ্ধার কারী দলের সদস্যরা বাড়ির একটি দিকের দেওয়াল ভাঙেন। বেরিয়ে আসে ১২ টি সাপ। ৮ ঘণ্টার চেষ্টায় সব সাপ উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় বনাঞ্চলে।