ইয়ামি গৌতমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি 'হ্যাক' হয়েছে? যা জানালেন বলি-সুন্দরী
অভিনেত্রী ইয়ামি গৌতম সতর্ক করলেন তাঁর ফ্যানদের। তাঁর সন্দেহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। এবিষয়ে টুইটার অ্যাকাউন্ড থেকে তিনি সতর্ক করেছেন তাঁর ফ্যানকূলকে। তিনি জানিয়েছেন, তাঁর টিম বিষয়টি খতিয়ে দেখছে। কোনও সন্দেহজনক বিষয় তাঁর অ্যাকাউন্টে দেখলেই ফলোয়ারদের সতর্ক থাকার জন্য বলেন ইয়ামি। উল্লেখ্য, খুব শিগগিরিই আসতে চলেছে ইয়ামি গৌতমের ফিল্ম 'দশভি'। ফিল্মে তাঁর সঙ্গে অভিনয় করবেন নিমরত কৌর ও অভিষেক বচ্চন।