বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগে। আর তার জেরে মৃত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৪। ১৩ জনই আগুনে দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে সূত্রের খবর। সারারাতের চেষ্টায় আগুন সম্পূর্ণ আয়ত্তে আসেনি। এখন বৃষ্টি নেমে যাওয়ায় আগুন নিভে যেতে বসেছে। পকেট ফায়ারও নিভে যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে। তবে পলাতক হোটেলের মালিক। এই বেসরকারি হোটেল নিয়ে তদন্তে সিট গঠন করা হয়েছে। এখন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিঘায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই টেলিফোন করে এই অগ্নিকাণ্ডের বিস্তারিত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।
এদিকে এই ঘটনার পরই গোটা বিষয়টি নিয়ে দিঘা থেকে টেলিফোনে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তখনই নির্দেশ দেন তদন্ত করতে। এই নির্দেশ পেয়েই জোরকদমে কাজ শুরু হয়েছে। নিরাপদে যাতে সেখান থেকে সকলকে বের করা হয় সে নির্দেশও দিয়েছেন তিনি। আর আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। আজ মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে। মৃতদেহগুলিকে কলকাতা মেডিক্যাল, এনআরএস, আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, এই বেসরকারি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তার জেরেই ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই হোটেলে কমপক্ষে ৪৭টি ঘর রয়েছে। যার অধিকাংশেই ছিল না জানালা। তার জেরে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম অবস্থার সম্মুখীন হতে হয়। হাইড্রোলিক ল্যাডার দিয়ে দমকল কর্মীরা উঠে ২৫ জনকে উদ্ধার করা হয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
আরও পড়ুন: ‘ছি ছি এত্তা জঞ্জাল’, আবর্জনা সাফাইয়ের কৃতিত্ব কার? আলিপুরদুয়ারে তরজায় সৌরভ–সুমন
এছাড়া একজন এই হোটেল থেকে ঝাঁপ দেন। তার জেরে তিনি পড়ে মারা যান। বাকি ১৩ জন আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী দিঘা থেকে ঘটনার খোঁজ নিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, হোটেল মালিক পলাতক। তাঁর খোঁজ চলছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। আজ মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন।