ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ পাঁচতলা বহুতল একদিকে হেলে পড়েছে। বুধবার সেই ঘটনার বিষয়টি জানাজানি হয়। এদিকে গোটা ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। তবে এবার সেই হেলে পড়া বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুরসভা। তড়িঘড়ি সিদ্ধান্ত। আসলে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুরকর্তৃপক্ষ।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, হেলে পড়া বিল্ডিংটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে টেকনিকাল ফল্টের কারণে হয়েছে।
সূত্রের খবর, পাশেই রয়েছে অপর একটি বহুতল। ট্যাংরার ওই বিল্ডিংটি হেলে গিয়ে প্রায় পাশের বিল্ডিংয়ের কাছে চলে এসেছে। কলকাতা পুরসভার ৫৮নম্বর ওয়ার্ডে এলাকায় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
কিছুদিন আগেই বাঘাযতীনে একটা হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে হুড়মুড়িয়ে একাংশ ভেঙে পড়ে। এরপর ট্যাংরাতেও দেখা যায় একই রোগ। সেখানেও হেলে পড়েছে বহুতল। এরপর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুরকর্তৃপক্ষ। ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্য়েই এলাকার মানুষকে সতর্ক করে মাইকিং করা শুরু করেছে। দুটোই জি প্লাস ৪ বিল্ডিং।
এদিকে বাসিন্দাদের আশঙ্কা খুব দ্রুত হেলে পড়া বিল্ডিংটি ভেঙে ফেলা না হলে বড় বিপদ ঘটে যেতে পারে। কারণ ফের সেই বহুতল হেলে পড়তে পারে। যার জেরে সমস্য়া আরও বাড়তে পারে। এমনকী সেই বিল্ডিং যদি পাশের বিল্ডিংয়ের উপর পড়ে যায় তাহলে আরও বিপদ হতে পারে।