বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে এশিয়া কাপের ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ। সোমবারের ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ছবিটা আরও খারাপ হয়ে দাঁড়াতে পারে কলম্বোয়। শ্রীলঙ্কার রাজধানী শহরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচগুলি। ফাইনাল ম্যাচটিও আয়োজিত হওয়ার কথা কলম্বোয়। তবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে সেখানে।
পরিস্থিতি নিতান্ত খারাপ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী এশিয়ান ক্রিকেট সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে এশিয়া কাপের ম্যাচ কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে। ক্রিকেটারদের নাকি পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিতও করা হয়েছে।
কলম্বো থেকে ম্যাচ সরানো হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প রয়েছে পাল্লেকেলে ও ডাম্বুলার। সুতরাং, কলম্বো থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হলে এই ২টি কেন্দ্রে আয়োজন করা হতে পারে বাকি টুর্নামেন্ট।
এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করে। সরকারের তরফে অনুমতি দেওয়া হয়নি। এশিয়া কাপের কেন্দ্র বদলের দাবি ওঠে তার পরেই। যদিও পিসিবি শেষমেশ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপ যুগ্মভাবে আয়োজিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।
এশিয়া কাপের বাংলাদেশ বনাম আফগানিস্তান গ্রুপ ম্যাচটির লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পাকিস্তানে টুর্নামেন্টের মোটে ৪টি ম্যাচ খেলা হওয়ার কথা। বাকি সব ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কায়, যেখানে এই মুহূর্তে বর্ষার মরশুম চলছে। আবহাওয়ার পূর্বাভাস কার্যত অস্বীকার করেই দ্বীপরাষ্ট্রে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদিও দুবাইয়ের বিকল্প হাতে ছিল তাদের।
এও শোনা যায় যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ডাম্বুলায় টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছিল, যেখানে তুলনায় কম বৃষ্টি হয়। তবে শেষমেশ ডাম্বুলাকে এড়িয়ে কলম্বো ও পাল্লেকেলেতে এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
উইকএন্ডেই ক্যান্ডি ছেড়ে এশিয়া কাপ পাড়ি দেবে কলম্বোয়। ৯ সেপ্টেম্বর সেখানে সুপার ফোরের ম্যাচ আয়োজিত হওয়ার কথা। গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে আবহাওয়ার তুলনায় উন্নতি ঘটতে পারে। তবে পূর্বাভাস মোটেও আশাব্যঞ্জক মনে হচ্ছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ম্যাচ কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিতে পারে এসিসি। যদিও পাল্লেকেলেতে বাকি টুর্নামেন্টে সরিয়ে নিয়ে যাওয়াও কম ঝুঁকিপূর্ণ নয়। কেননা, সেখানেও বৃষ্টি হানা দিচ্ছে দফায় দফায়।