ব্রিসবেন টেস্টে হারের ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া। মেলবোর্নের বিরাট জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নিলেন স্টিভ স্মিথরা।
এমসিজি-তে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দল ৪৮.৪ ওভারে ২৩১ রানে অল-আউট হয়ে যায়। কেসি কার্টি ও রোস্টন চেসের জোড়া হাফ-সেঞ্চুরি ছাড়া দাপুটে ব্যাটিং করতে পারেননি আর কেউই।
তিন নম্বরে ব্যাট করতে নেমে কার্টি ৮৮ রানের লড়াকু ইনিংস খেলেন। ১০৮ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে চেস ৬৭ বলে ৫৯ রান করেন। তিনি ৭টি চার মারেন। এছাড়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৯ রান করেন ম্যাথিউ ফোর্ড। ৩৫ বলে ২০ রানের ধীর ইনিংস খেলেন হেডেন ওয়ালস। ক্যাপ্টেন শাই হোপ ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১২ রান করেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১১ রান করেন কাভেম হজ।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রান পেলেন না ফর্মে থাকা পূজারা, প্রেরককে নিয়ে সৌরাষ্ট্রের মান বাঁচালেন জাদেজা
আলিক আথানাজে ৫, জাস্টিন গ্রেভস ১, গুড়াকেশ মোতি ৩ ও ওশেন থমাস অপরাজিত ২ রান করেন। খাতা খুলতে পারেননি রোমারিও শেফার্ড। অভিষেককারী জেভিয়ার বার্টলেট অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন শন অ্যাবট ও ক্যামেরন গ্রিন। ১টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। উইকেট পাননি আরও এক অভিষেককারী ল্যান্স মরিস।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জিতে ঝোড়ো হাফ-সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার, ক্যাপ্টেন একা লড়লেও বাকিরা ডাহা ফেল
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৬৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে হাফ-সেঞ্চুরি করেন জোশ ইংলিস, ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ।