ডোয়েন ব্র্যাভো আগেই জানিয়েছিলেন যে, চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শেষেই সিপিএল কেরিয়ারে দাঁড়ি টানবেন। টুর্নামেন্ট এখন মাঝপথে। তবে সুযোগ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে টুর্নামেন্টকে চিরতরে বিদায় জানানোর। যদিও দল লড়াইয়ে টিকে থাকলেও প্লে-অফের আগেই থেমে গেল ব্যাভোর যাত্রা। মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শেষ ম্যাচ খেলে ফেলেন ডিজে ব্র্যাভো।
আসলে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে চোট পান ব্র্যাভো। সেই চোটই তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। যেহেতু এটিই তাঁর শেষ সিপিএল মরশুম ছিল, তাই মধুরেণ সমাপয়েৎ-এর সুযোগ থেকে বঞ্চিত হন ব্র্যাভো।
সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসির ক্যাচ ধরার চেষ্টায় চোট পেয়ে বসেন ব্র্যাভো। তিনি তৎক্ষণাৎ মাঠ ছাড়েন। ম্যাচে এক ওভারও বল করেননি ডোয়েন। যদিও নাইট রাইডার্সের হয়ে ১১ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। মোটে ২টি বল খেলেই প্রবল অস্বস্তি অনুভব করায় তাঁকে ফের মাঠ ছাড়তে হয়।
ব্র্যাভো চোট পাওয়ার পরেই দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল। ম্যাচের শেষে নাইট অধিনায়ক কায়রন পোলার্ড সেটা স্পষ্ট করে দেন। তিনি কার্যত বিদায় সম্ভাষণ জানান তখনই। পোলার্ড বলেন, ‘চোট পাওয়ার সময়েই মনে হয়েছিল সেটা গুরুতর। তবে ওর (১১ নম্বরে) ব্যাট করতে নামা ম্যাচ জয়ের উদ্দেশ্যে নয়। বরং বোঝার চেষ্টা করা হয়েছিল সমস্যা কতটা গুরুতর। আমরা নিশ্চিত নই এটাই ওর শেষ ম্যাচ কিনা। তবে ক্রিকেটে ওর যা অবদান, তার জন্য দলের তরফ থেকে ওকে ধন্যবাদ জানাতে চাই।’
আরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি উইকেট, সেরা দশে রয়েছেন মুকেশ-আকাশ
নাইট রাইডার্স এই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয় সেন্ট লুসিয়া কিংসের কাছে। শুরুতে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ফ্যাফ ডু'প্লেসি ৫৯, জনসন চার্লস ৮৯ ও টিম সেফার্ত ৩০ রান করেন। কায়রন পোলার্ড ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি রান, সেরা দশে রয়েছেন ঈশ্বরন
জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৭.৫ ওভারে ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। ৮০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে নাইট রাইডার্স। জেসন রয় ৪১, ক্রিস জর্ডন ২৭, নিকোলাস পুরান ১০ ও টিম ডেভিড ১৪ রান করেন। খাতা খুলতে পারেননি পোলার্ড।