'হেরা ফেরি’ ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন টাবু। ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের চরিত্রের পাশাপাশি অভিনেত্রীও তাঁর চরিত্রের মাধ্যমে সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। আর এবার খবর প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি ৩’তে নাকি টাবুকে ফের দেখা যেতে পারে।
হেরাফেরি ৩-এ থাকবেন টাবুও?
'হেরা ফেরি’ ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন টাবু। ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের চরিত্রের পাশাপাশি অভিনেত্রীও তাঁর চরিত্রের মাধ্যমে সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। আর এবার খবর প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি ৩’তে নাকি টাবুকে ফের দেখা যেতে পারে।
প্রিয়দর্শনের জন্মদিন উপলক্ষে পরিচালক তাঁর অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন। জানেন কী সেই বিশেষ উপহার? এটি হল তাঁর হেরা ফেরি ৩' ছবিটির আপডেট। বেশ কয়েক বছর ধরে ‘হেরা ফেরি ৩’ আসতে পারে বলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে পরিচালক তাঁর জন্মদিনে জানিয়েছেন যে, তিনি অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টিকে নিয়ে ‘হেরা ফেরি ৩’ করতে ইচ্ছুক।
প্রিয়দর্শনের জন্মদিনে পরিচালক অক্ষয় কুমারের শুভেচ্ছা বার্তার প্রত্যুত্তরে ‘হেরা ফেরি ৩’ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাই সবটা মিলিয়েই দর্শকরা অনেকটা আশা নিয়ে অপেক্ষা করছেন। আর এবার সেই আশা খানিকটা বাড়িয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টাবুও শেয়ার করলেন ছবি নিয়ে তাঁর উত্তেজনার কথা। নায়িকা তাঁর স্টোরিতে প্রিয়দর্শন ও অক্ষয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবশ্যই, আমাকে ছাড়া কাস্ট সম্পূর্ণ হবে না প্রিয়দর্শন।’
অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল অভিনীত 'হেরা ফেরি' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন টাবু। ২০০৬ সালে মুক্তি পায় ছবিটির স্যিকুয়াল। প্রয়াত নীরজ ভোরা ছবিটি পরিচালনা করেছিলেন। এতে মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, বিপাশা বসু, রাজপাল যাদব এবং রিমি সেন। আর এবার দর্শকরা ছবির তৃতীয় পার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ছবির কাজ শুরু করার বিষয়ে কোনও ঘোষণা করেননি। অক্ষয় প্রিয়দর্শনের জন্য জন্মদিনের একটি শুভেচ্ছা বার্তা লিখেছিলেন, সেখানেই 'হেরা ফেরি ৩' সম্পর্কে কিছুটা আভাস ছিল। বর্তমানে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয় ‘ভূত বাংলো’ ছবিতে কাজ করছেন। সেট থেকে তাঁর সঙ্গে প্রিয়দর্শনের একটি ছবি শেয়ার করেছিলেন।