বাংলা নিউজ > টুকিটাকি > Pointed Gourd Farming: বাজারের রং করা পটল আর কত খাবেন! বাগানেই ফলিয়ে নিন খাঁটি চাষের পটল
পরবর্তী খবর
Pointed Gourd Farming Tips: ছাদ বাগানে পটল চাষ করতে হলে, প্রথমে ভালো করে মাটি তৈরি করতে হবে এবং ওই এলাকায় পর্যাপ্ত আলো ও জল সরবরাহ আছে কি না তা নিশ্চিত করতে হবে। এছাড়াও, পটল লতানো গাছ, তাই ছাদ বাগানে উপযুক্ত স্থান এবং অবলম্বন (যেমন: বাঁশ বা জাল) থাকা কিন্তু প্রয়োজন। পটল চাষের আগে বীজতলা কীভাবে তৈরি করবেন, কীভাবে গাছের পরিচর্যা করবেন, কীভাবে পোকামাকড় দূরে রাখবেন জেনে নেওয়া যাক।
পটল চাষের মাটি ও বীজতলা তৈরি
ছাদ বাগানে পটল চাষের জন্য ভালো জল নিষ্কাশনযোগ্য মাটি প্রয়োজন। তাই, দোঁআশ বা বেলে দোআঁশ মাটি ব্যবহার করুন। এছাড়াও, সাধারণ বাগানের মাটির সঙ্গে কিছু পচনশীল সার যেমন গোবর সার, পাতা পচা সার মিশিয়ে নিতে পারেন।
গাছের জন্য আলো ও জল
পটল গাছের ঠিকমতো বাড়বৃদ্ধির জন্য পর্যাপ্ত আলো এবং জলের প্রয়োজন। তাই, ছাদ বাগানে এমন স্থানে পটল গাছ লাগান যেখানে পর্যাপ্ত আলো আসে এবং নিয়মিত জল দেওয়া যায়। জল কিন্তু জমতে দেওয়া যাবে না। তাই জল নিস্কাশন ব্যবস্থাও রাখুন।আরও পড়ুন - Papaya Farming: হাজারও গুণে ভরপুর পেঁপে খাঁটি খেতে চান? এভাবে ফলিয়ে নিন বাগানে
গাছের অবলম্বন
পটল লতানো গাছ, তাই ছাদ বাগানে এর জন্য উপযুক্ত অবলম্বন তৈরি করা জরুরি। বাঁশ বা জালের মতো কোনও অবলম্বন এক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
বীজ বা চারা রোপণ
পটল বীজ অথবা চারা দিয়ে ছাদ বাগানে চাষ করা যেতে পারে। বীজ সরাসরি মাটির মধ্যে পুঁতে দেওয়া যায়, অথবা চারা তৈরি করে তা ছাদ বাগানে লাগাতে পারেন। চারা তৈরি করতে একটি পলিথিন ব্যাগের মধ্যে মাটি ভরে তার নিচের দিকে কিছু ছিদ্র করে দিন। এবার এর মধ্যে পুঁতে দিন চারাটি।আরও পড়ুন - Lauki Farming Tips: ছাদেই এভাবে চাষ করুন লাউ, একবার খেলে বাজারের লাউয়ে আর স্বাদ পাবেন না
গাছের জন্য সার
ভাল ফলনের জন্য পটল গাছে নিয়মিত সার দেওয়া প্রয়োজন। পচনশীল সার যেমন গোবর সার, পাতা পচা সার এবং রাসায়নিক সার যেমন ইউরিয়া, ডিএপি ইত্যাদি ব্যবহার করতে পারেন।