অসমের রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা বিজেপি শাসিত রাজ্য। এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। এখানে চারটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বোন্দাপাড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শ্যামল রাভা, উত্তর বনগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রতাপ কুমার সাহা, দক্ষিণ বনগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রূপকুমার বোরো ও বামুনিগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন পরশ দাস। বিজেপি শাসিত অসমে জনজাতি গোষ্ঠীগুলিকে অবহেলিত করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই অসমে ভোটের ময়দানে নামল তৃণমূল কংগ্রেস।
এদিকে বাংলার বাইরে ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া এবং সদ্য কেরল রাজ্যে সংগঠন বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে আবার প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এই আবহে এমন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের একের পর এক জনজাতির উন্নয়নে দিশা দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার। এবার অসমের রাভা হাসং স্বশাসিত সংসদের নির্বাচনে অংশ নিয়ে বাংলার মতো সেখানেও উন্নয়ন করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। অসমের রাভা জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য সেখানে রয়েছে পৃথক রাভা হাসং স্বশাসিত সংসদ।
আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়েছে রাজস্থানে, গ্রেফতার পাচারকারী
অন্যদিকে রাভা সংসদের নির্বাচিত কাউন্সিলর সংখ্যা ৩৬। রাভা হাসং যৌথ মঞ্চ এই সংসদ পরিচালনা করে থাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জেরে। এবার এই সংসদ নির্বাচনে প্রাথমিক পর্যায়ে চার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই খবর জেনেছেন। তবে এই বিষয়ে এখনও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। বাংলার বাইরে সংগঠন ছড়িয়ে তৃণমূল কংগ্রেস অনেককে দলে যোগ করিয়েছে। এবার অসমে এই নির্বাচনে কেমন লড়াই করে ঘাসফুল শিবির সেদিকে তাকিয়ে সকলেই।