ইতিহাস গড়ে চাঁদের মাটি ছুঁল মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস-র মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’। এই অভিযান সফল হওয়ায় ইতিহাস তৈরি হয়েছে। এই নিয়ে দ্বিতীয় কোনও বেসরকারি সংস্থার যান চাঁদের মাটি ছুঁল। এই মহাকাশযানের চাঁদে অবতরণ নিয়ে বিপুল উৎসাহ ছিল। চাঁদের মাটি থেকে দূরত্ব কত, কী অবস্থায় মহাকাশযানটি রয়েছে, তা নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আরও পড়ুন -AAP's office: ভাড়া না দেওয়ায় অভিযোগ!আপের অফিসে তালা ঝোলালেন বাড়ির মালিক
আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস-এর ব্লু ঘোস্ট মিশন ১ অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা বিশ্বের। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ভারতীয় সময়ে দুপুর নাগাদ ‘ব্লু ঘোস্ট’ চাঁদের মাটিতে অবতরণ করেছে। পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত মন্স ল্যাট্রেইল সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের মেরে ক্রিসিয়াম সমতলে অবতরণ করে ‘ব্লু ঘোস্ট’। এই অভিযানকে ‘ঘোস্ট রাইডার ইন দা স্কাই’ বলেও উল্লেখ করছেন অনেকে। এর আগে, গত বছর ২২ ফেব্রুয়ারি Intuitive Machines-এর ওডিসিয়াস প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল নাসা। আর্টেমিস অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে।
ফায়ারফ্লাই এরোস্পেস-এর ব্লু ঘোস্ট ল্যান্ডার চাঁদে অবতরণের আগে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। মহাকাশযানে বসানো ক্যামেরা মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে। সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্ত ফ্রেমবন্দি হয়। দেখা যায়, ঘূর্ণায়মান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী। ছবি জুড়ে ওই বিশেষ মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলা হয়েছে, যা মন জয় করে নিয়েছে মহাকাশপ্রেমীদের।গত ১৫ জানুয়ারি ফায়ারফ্লাই এরোস্পেস-এর ব্লু ঘোস্ট ল্যান্ডারটির উৎক্ষেপণ হয়। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে চাপিয়ে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে ব্লু ঘোস্ট ল্যান্ডার।সেখানে আপাতত প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিচ্ছে সেটি। ইঞ্জিনের শক্তি পরীক্ষাও হবে। এরপর চাঁদের উদ্দেশে রওনা দেবে ল্যান্ডারটি।
আরও পড়ুন -AAP's office: ভাড়া না দেওয়ায় অভিযোগ!আপের অফিসে তালা ঝোলালেন বাড়ির মালিক
চাঁদের মাটির কাছাকাছি অবস্থান থেকে ছবি তুলে ইতিমধ্যেই পৃথিবীতে পাঠিয়েছে ব্লু ঘোস্ট। বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান। ব্লু ঘোস্ট মহাকাশযানে ১০টি যন্ত্র রয়েছে- চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার, বিকিরণ সহিষ্ণু কম্পিউটার, চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্রও। আগামী এক চন্দ্রদিবস চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি, ১৪ মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে, চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা। ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে ব্লু ঘোস্ট।