Kamala Harris did not call Rahul Gandhi: রাহুলের সঙ্গে ফোনে কথা হয়নি কমলার! সব জল্পনা খারিজ করে দেওয়া হল আমেরিকা থেকেই Updated: 14 Jul 2024, 12:38 AM IST Ayan Das লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ফোনে কথা হয়েছে? সেই জল্পনা খারিজ করে দেওয়া হল। যে আমেরিকায় আপাতত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যাবতীয় আলোচনা চলছে। জো বাইডেনকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।