অঘটন না ঘটলে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের সিংহাসনে বাংলাদেশের মেয়াদ আর মাত্র কয়েকটা দিন। কেননা, নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ জিতে ইংল্যান্ড ১০ পয়েন্ট পকেটে পুরলেই বাংলাদেশকে টপকে এক নম্বরে উঠে আসবে তারা।
আপাতত ডাচদের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পরে সুপার লিগ টেবিলে শাকিবদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইয়ন মর্গ্যানরা। ১৭ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ১১৫ পয়েন্ট। ব্রিটিশরা রয়েছেন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:- WTC Points Table: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে লিগ টেবিলে লাস্টবয়ই রয়ে গেল বাংলাদেশ
তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ১০০ পয়েন্ট। পাকিস্তান রয়েছে চার নম্বরে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৯০ পয়েন্ট। ২১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পাঁচে। ভারত অবস্থান করছে লিগ টেবিলের ছয় নম্বরে। টিম ইন্ডিয়ার দখলে রয়েছে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট। ইংল্যান্ডের কাছে সিরিজ হারা নেদারল্যান্ড রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে ১৩ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।