Ranji Trophy: আজও নজরে কাড়তে পারলেন না জাদেজা, ফ্লপ রাহানে - রঞ্জিতে কে কেমন খেললেন? Updated: 25 Jan 2023, 06:03 PM IST Prosenjit Chaki দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু বল হাতে নিলেন মাত্র একটি উইকেট। নজর কাড়তে পারলেন না জাড্ডু। রঞ্জিতে বাকিরা কে কী করলেন তা একবার দেখে নেওয়া যাক।