বিগ ব্যাশ লিগ শুরু হয়েছে এবং এই লিগে একের পর এক সেরা পারফরম্যান্স দেখা যাচ্ছে। লিগের চলতি মরশুমের ষষ্ঠ ম্যাচ শনিবার পার্থ স্কোর্চার্স ও সিডনি সিক্সার্সের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে স্কোর্চার্স ৩৮ রানে জিতেছে। এই ম্যাচে সিডনির ইনিংসের সময় স্কোর্চার্সের খেলোয়াড় অ্যাস্টন এগর এমন চমৎকার ক্যাচ নিলেন যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। কেউ আশা করেনি অ্যাস্টন এগর বলের কাছে পৌঁছাবেন কিন্তু তিনি পৌঁছে ক্যাচ ধরে নিয়ে ব্যাটরকে সাজঘরের রাস্তা দেখান।
আরও পড়ুন… পদ যাচ্ছে রামিজের? জোর জল্পনা PCB-র অন্দরমহলে
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৫৫ রান করে স্কোর্চার্স। এই স্কোরের সামনে, সিডনি দল ২০ ওভার খেলে ১১৭ রানে অলআউট হয়ে যায় এবং স্কোর্চার্স ম্যাচটি ৩৮ রানে জিতে নেয়। সিডনির ইনিংসের ১৮তম ওভারে বল করতে এসেছিলেন ম্যাথু কেলি। কেলির তৃতীয় বলটি ডিপ মিডউইকেটের দিকে খেলতে চেয়েছিলেন জর্ডান সিল্ক। বল চলে গেল ডিপ মিডউইকেট ও স্কোয়ার লেগের মাঝে। ডিপ মিডউইকেটে দাঁড়িয়েছিলেন অ্যাস্টন এগর। এগর তার ডানদিকে দৌড়ে ডাইভ দিয়ে ক্যাচটি ধরে নেন। এ সময় তিনি এমন ভাবে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন যে পরে দেখা যায় স্টেডিয়ামের ঘাস বেরিয়ে এসেছে।
আরও পড়ুন… নাসেরকে ভদ্র ভাষায় সমালোচনা করতে চাইছিলেন অ্যান্ডারসন, হেসে উঠলেন হুসেন