By
Published 21 Feb, 2025
Hindustan Times
Bangla
টলিউডের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
সদ্য শেষ হয়েছে দেবচন্দ্রিমার 'সুহাগন চুড়েল' সিরিয়ালটি। আর তাই আপাতত বেশকিছুদিনের বিরতি।
এই মুহূর্তে ছুটি কাটাতে ব্যস্ত দেবচন্দ্রিমা, গিয়েছেন গোয়া ট্রিপে।
গোয়ার সৈকতে ছুটি কাটানোর নানান মুহূর্ত লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবচন্দ্রিমা।
মনোকিনির সঙ্গে স্লিট স্কার্টে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে।
এখন প্রশ্ন, দেবচন্দ্রিমা কি গোয়া ট্রিপে একাই গিয়েছিলেন? নাকি সঙ্গে গিয়েছিলেন বিশেষ কেউ?
নাহ, দেবচন্দ্রিমার গোয়া ট্রিপের সঙ্গী কে, সেটি অবশ্য জানা যায়নি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।
caco88