ফের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদে ফিরলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে প্রায় দু’বছর ধরে জেলবন্দী থেকেছেন তৃণমূল নেতা। তবে এই সময় আর কাউকে এসআরডিএ-র চেয়ারম্যান করা হয়নি। বেশ কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের এজেন্সির চেয়ারম্যান করা হল অনুব্রত মণ্ডলকে। আর কেষ্ট এই পদের চেয়ারম্যান হতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন জেলা সভাধিপতি কাজল শেখ।
আরও পড়ুন: ‘তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে’, কোর কমিটির বৈঠকে নির্লিপ্ত মেজাজ অনুব্রতর
শনিবার পদে ফিরতেই দিন অনুব্রত মণ্ডল বলেন, ‘আমি ছিলাম আমিই আছি। এ নিয়ে নতুন কিছু বলার নেই।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত সরকারি নথি ইতিমধ্যেই বিধায়ক চন্দ্রনাথ সিনহার মারফত জেলায় পাঠানো হয়েছে। প্রসঙ্গত, অনুব্রত জেল থেকে ফিরতেই বীরভূমে দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে জোর বিতর্ক চলেছে। তবে অনুব্রতকে ফের এই পদের চেয়ারম্যান করে তৃণমূল নেতৃত্ব ধীরে-ধীরে দলের রাশ কেষ্টর হাতেই তুলে দিতে চান বলে মনে করছে রাজনৈতিক মহল ।
প্রসঙ্গত, জেল থেকে ফেরার পর অনুব্রত তৃণমূলের জেলা সভাপতি পদে ফিরেছেন। দলের একাধিক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। তবে অনুব্রতকে রাজ্য সরকারের এই পদে ফেরানো নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বীরভূমে অনুব্রতের হাতেই তৃণমূলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে দল? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।