সম্প্রতি বাংলায় বন্যপ্রাণীদের হানা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলার বিভিন্ন জেলায় প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, আলিপুরদুয়ার সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে। এর ফলে যেমন প্রাণহানির ঘটনা ঘটছে তেমনিই বিঘার পর বিঘা ফসল নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই হাতির হানা রুখতে একাধিক পদক্ষেপ করেছে নবান্ন। তারপরেও হাতির হানার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন বাসিন্দারা। (আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণকে কেন্দ্র করে সংঘর্ষ, ধৃত ৬৫-র বৃদ্ধ, মসজিদে ছোড়া হল পাথর)
আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর হাতির তাণ্ডব, ভাঙল প্রাচীর, গেট
সাধারণত জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানা বেশি। যার মধ্যে জলপাইগুড়ি অন্যতম। হাতির হানা রোধে এই জেলার জঙ্গল লাগোয়া বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনে, জলপাইগুড়ি জেলায় বনাঞ্চল সংলগ্ন ৭২ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে ব্যাটারিচালিত ফেন্সিং বসাবে বন দফতর। অর্থ্যাৎ বিদ্যুৎবাহী বেড়া বসানো হবে। ইতিমধ্যেই সমীক্ষা করে দেখেছে বন বিভাগ। বেড়া বসানোর কাজ দ্রুত শুরু হবে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এই বেড়া বসানোর জন্য প্রতি কিলোমিটারে ৪ লক্ষ টাকা খরচ ধার্য হয়েছে। (আরও পড়ুন: নমাজ আদায় করতে মাঝ রাস্তায় বাস দাঁড় করালেন সরকারি বাসের ড্রাইভার, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: 'সমুদ্রের গর্জনকে ছাপিয়ে গেল দিলীপের গর্জন', 'ঘোষ ব্রাদারের' প্রশংসায় কুণাল
বন বিভাগ সূত্রের খবর, জলপাইগুড়ি ৭টি রেঞ্জেই হাতির হামলা বেড়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, যেসমস্ত এলাকায় বেড়া বিকল হয়েছে সেখানে নতুন বেড়া বসানো হবে। ফলে এই বেড়া বসানো হলে হাতির হানা রোধ করা সম্ভব হবে। (আরও পড়ুন: সব পাক নাগরিক দেশ ছাড়লেও তিনি আছেন ভারতেই, পহেলগাঁও হামলায় নাম জড়াল সেই সীমার?)
আরও পড়ুন: '... ওই নীতিকে ঘৃণা করি', মমতার সাক্ষাতের পর আজ সকালে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ
এবিষয়ে বিচভাঙ্গা বনবস্তির জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সুবল পাইক জানান, দীর্ঘদিন ধরে এই দাবি তোলা হচ্ছিল। বন দফতরের উদ্যোগের ফলে হাতির হানা রোধ করা সম্ভব হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অংশে বেড়া অকেজো হয়ে গিয়েছিল। সেগুলি সংস্কারের জন্য বারবার বন দফতরের কাছে দাবি জানানো হয়েছিল। কিন্তু, বন বিভাগের তরফে কোনও কাজ করা হয়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ মাসেই জলপাইগুড়ি জেলায় হাতির হানায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মূলত জঙ্গল থেকে বেড়িয়ে হাতি লোকালয়ে চলে এসে হামলা চালায়। এরফলে প্রাণহানির পাশাপাশি ফসল নষ্ট ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। সম্প্রতি হাতির হানা বৃদ্ধির পরেই বেড়া বসানোর দাবি জোরদার হচ্ছিল। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার সাতটি রেঞ্জের প্রত্যেকটি রেঞ্জে ১০ কিলোমিটার করে এলাকায় ব্যাটারিচালিত বেড়া বসাবে।