অর্থনৈতিক করিডর বেশ কয়েকটি হতে চলেছে বাংলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং ভিন রাজ্যে যাতায়াতের সুবিধার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাণিজ্যের উন্নতি ঘটাতেই একের পর এক পদক্ষেপ করা হয়েছে। শহর থেকে গ্রামবাংলা আগেই নানা পদক্ষেপ করে সাফল্য এসেছে। অর্থনৈতিক উন্নতি ঘটেছে। কারণ আমূল বদলে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করার প্রত্যেকটা প্রয়োজন এখন দুয়ারে মিলছে। যার জেরে অনেক সহজ হয়েছে মানুষের জীবনযাপন। এবার সেখানে আন্তর্জাতিক মানের হাট শেড করার উদোগ নিল রাজ্য সরকার।
এদিকে প্রায় ১২০ বছরের পুরনো হাটের সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ফলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এখানকার মানুষজনের। জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তবর্তী এলাকায় এখন এটাই চর্চিত বিষয়। এখানের চামুর্চিতে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানের হাট শেড করার। আর তাতে স্বাভাবিকভাবেই খুশি চামুর্চি–সহ আশপাশের গ্রামের মানুষজন। কারণ বাংলা–ভুটানের সীমান্ত এলাকায় এই আন্তর্জাতিক মানের হাট শেড আবার নবরূপে গড়ে উঠলে দুই দেশের বাণিজ্য আরও সহজ হয়ে যাবে। তাতে এখানকার মানুষের এবং রাজ্যের আর্থিক উন্নতি হবে। যা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন: পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামল সিপিএম, চাপ কেন্দ্রের বিরুদ্ধে
অন্যদিকে বিধ্বংসী এক ঝড় তছনছ করে দিয়েছিল ১২০ বছরের পুরনো এই হাটকে। তার জেরে এখানের একটা বড় অংশ ভেঙে যায়। তার জেরে ব্যবসায়ী থেকে শুরু করে হাটে আসা প্রত্যেকটা মানুষকে পড়তে হয়েছিল বিরাট সমস্যায়। ব্যবসা–বাণিজ্যের বিরাট ক্ষতি হয়ে গিয়েছিল। সেটা কেমন করে আবার গড়ে উঠবে এই নিয়ে হাপিত্যেশ করতেন ব্যবসায়ীরা। কারণ এই ঘটনার পর থেকে রোদে বৃষ্টিতে বসতে হতো খোলা আকাশের নীচে। সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয় পশ্চিমবঙ্গ সরকার। এই হাটের সমস্ত পরিকাঠামো উন্নয়ন করতে রাজ্যের কৃষি বিপণন দফতর ২ কোটি টাকা বরাদ্দ করেছে। যার টেন্ডার প্রক্রিয়ার কাজও শেষ হয়ে এবার শুধু ব্যবসা শুরু হওয়ার অপেক্ষা।