পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল এই দুই বড় নেতা গ্রেফতার হওয়ার পর তীব্র অস্বস্তিতে রয়েছে তৃণমূল। সেই মুহূর্তে দলেরই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের গুন্দিরিয়া গ্রাম পঞ্চায়েত। মারধর করা হল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। শুধু তাই নয়, পঞ্চায়েত অফিসও ভাঙচুর করা হল। মূলত ৪ জন পঞ্চায়েত সদস্যের পদ খারিজ করার আবেদন নিয়ে তৃণমূলের অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এই গ্রাম পঞ্চায়েতে মোট ১১ জন সদস্য রয়েছেন। যার মধ্যে তৃণমূলের ৬ জন, বিজেপির ৩ জন এবং কংগ্রেস ও নির্দলের একজন করে সদস্য রয়েছে। এই পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে ২০১৮ সালে। জানা যাচ্ছে, চারজন পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন পঞ্চায়েতের কার্যালয়ে না আসার কারণে তাদের সদস্য পদ খারিজ করার জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েত প্রধান। এরপর আজ পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিলেন বিডিও। সেখানে যাওয়ার পথে পঞ্চায়েত প্রধান হরপ্রসাদ ঘোষকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি পঞ্চায়েত অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।