আজ, সোমবার ভরদুপুরে সোদপুর স্টেশনে নাবালিকার শ্লীলতাহানি করার ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। প্রকাশ্যে এমন অশ্লীল কাজ করার ঘটনা নিয়ে আতঙ্কিত ওই নাবালিকা। কারণ সুলভ শৌচাগারে ঢুকে ওই নাবালিকার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল। আর তার জেরে সংশ্লিষ্ট অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে খড়দা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
এদিকে ট্রেনে করে ভিন রাজ্যে যাওয়ার কথা ছিল। তাই বাড়ি থেকে রওনা দিয়ে সোদপুর স্টেশনে ওই নাবালিকা আসে। কিন্তু গরম লেগে একটু অসুস্থ হয়ে পড়লে নাবালিকা বোনকে তাঁর দাদা ওই সুলভ শৌচালয়ে স্নান করতে পাঠায়। আর তখনই ওই শৌচালয়ে এক যুবক ঢুকে নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ কিশোরীর। এই ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। চিৎকার শুনে নাবালিকার দাদা ভিতরে গিয়ে দেখেন ওই যুবক অশ্লীল আচরণ করছে। তখন তাকে বেধড়ক মারধর করেন। আর এলাকার মানুষজন ঢেকে ওই যুবককে বেদম প্রহার করা হয়।
আরও পড়ুন: ডাকাত কালীকেই তুলে নিয়ে গেল ছিঁচকে চোর, মুর্শিদাবাদের লালবাগে তুলকালাম কাণ্ড
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, নিজের দাদার সঙ্গে ১৭ বছরের নাবালিকা ফতুল্লাপুর থেকে সোদপুরে এসেছিলেন। তাঁদের গন্তব্য ছিল ভিন রাজ্য রাজস্থান। কিন্তু সোদপুর স্টেশনের কাছে এসে অসুস্থবোধ করতে থাকে। তখন তার দাদা ট্রেন থেকে নেমে বোনকে স্নান করার জন্য সুলভ শৌচালয়ে নিয়ে যায়। সুলভ শৌচাগারে গিয়ে বোনকে স্নান করার ব্যবস্থা করে দেয়। তারপর সেই শৌচালয়েই বোনের কাছে নিজের পোশাক দিয়ে স্নান করতে ঢুকে পড়ে দাদা। আর তখনই শৌচাগারে ঢুকে অভিযুক্ত যুবক হাত ধরে টানাটানি করতে শুরু করে নাবালিকার। এমনকী গোপনাঙ্গ স্পর্শ করে বলে ওই নাবালিকা অভিযোগ করেছেন।